TRENDING:

Darjeeling Rain : দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন, সোনাদায় গিয়ে পর্যটকের সঙ্গে কী হল! পাহাড়ে যাঁরা আটকে, তাঁদের জন্য বড়সড় উদ্যোগ

Last Updated:
Darjeeling : টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে এখনও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় কিছু পর্যটক রয়েছেন। কেউ আটকে পড়েছেন, আবার কেউ স্বেচ্ছায় থেকে যাচ্ছেন। প্রশাসনের তরফে তাঁদের নিরাপদে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে জোরকদমে।
advertisement
1/7
দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন, সোনাদায় গিয়ে পর্যটকের সঙ্গে কী হল!
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে এখনও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় কিছু পর্যটক রয়েছেন। কেউ আটকে পড়েছেন, আবার কেউ স্বেচ্ছায় থেকে যাচ্ছেন। প্রশাসনের তরফে তাঁদের নিরাপদে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে জোরকদমে।
advertisement
2/7
মিরিক উপবিভাগে প্রায় ১০০ জন পর্যটকের মধ্যে ৮০ জন ইতিমধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি ২০ জনও শীঘ্রই নামার প্রস্তুতিতে আছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
জোরবংলো-সুখিয়াপোখরি ব্লকের টাবাকোশি এলাকায় ৭০ জন পর্যটকের মধ্যে ৪০ জন ফিরেছেন, বাকি ৩০ জন শীঘ্রই নামবেন। চোমং গ্রামে ৫ জন পর্যটক প্রস্তুত আছেন নামার জন্য, আর টংলু ও টুমলিং অঞ্চলে প্রায় ১৫ জন পর্যটক ইচ্ছাকৃতভাবেই অবস্থান করছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
গুরদুং (বিজনবাড়ি) এলাকায় প্রায় ৪০ জন পর্যটক রয়েছেন, সড়ক পরিষ্কারকাজ সম্পূর্ণ হওয়ায় তাঁদেরও নামানোর প্রস্তুতি চলছে। এদিকে বিজনবাড়ি ব্লকের বিভিন্ন স্থান থেকে প্রায় ৭০ জন পর্যটক ইতিমধ্যেই শিলিগুড়ির পথে রওনা হয়েছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
শিলিগুড়িতে পৌঁছানোর পর তেনজিং নোরগে বাস টার্মিনাসে পর্যটন, পরিবহন দপ্তর, শিলিগুড়ি পুরসভা এবং পুলিশের হেল্প ডেস্কে তাঁদের স্বাগত জানানো হচ্ছে। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, পরবর্তী যাত্রার ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
তবে এই সমস্ত প্রচেষ্টার মধ্যেই এক দুঃসংবাদ এসেছে। দক্ষিণ ২৪ পরগনার পর্যটক শ্রী হিমাদ্রি পুরকাইত এখনও নিখোঁজ। তাঁকে লোয়ার সোনাদা এলাকার বালাসন রিভার ভ্যালি অঞ্চলে শেষবার দেখা গিয়েছিল। প্রশাসনের আশঙ্কা, তিনি নদীর স্রোতে ভেসে গিয়েছেন। ইতিমধ্যে তাঁর সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না শেষ পর্যটক নিরাপদে ফিরে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Rain : দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন, সোনাদায় গিয়ে পর্যটকের সঙ্গে কী হল! পাহাড়ে যাঁরা আটকে, তাঁদের জন্য বড়সড় উদ্যোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল