TRENDING:

Siliguri News: মিরিকে ঘুরতে গিয়ে আর ফিরল না ৮ বছরের ছোট্ট আয়ুশি! দিদার সঙ্গে গিয়ে সব শেষ, কীভাবে মৃত্যু জানেন? চোখে জল চলে আসবে

Last Updated:
Siliguri News: একাধিক এলাকায় ধস নামায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ও মিরিক মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৮ জনের মৃত্যু হয়েছে।
advertisement
1/6
মিরিকে ঘুরতে গিয়ে আর ফিরল না ৮ বছরের ছোট্ট আয়ুশি! দিদার সঙ্গে গিয়ে সব শেষ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ধসের জেরে একের পর এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছে এলাকা। এবার মিরিকের ধসে প্রাণ হারাল মাত্র আট বছরের এক শিশু কন্যা — আয়ুশি ছেত্রী। বাড়ি শিলিগুড়ির ডাবগ্রাম ১ নম্বর এলাকায়। দশেরার ছুটিতে দিদার সঙ্গে বেড়াতে গিয়েছিল মিরিকে, মামার বাড়ি। কিন্তু শনিবার গভীর রাতে নামা ধসে চিরতরে নিভে গেল তার হাসিখুশি জীবন।
advertisement
2/6
পরিবার সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে মাঝরাতে হঠাৎ ধস নামে। মুহূর্তের মধ্যেই মাটি চাপা পড়ে যায় তাদের বসতঘর। উদ্ধারকারীরা সকালে দেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা শুরু হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
ঘটনার খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার সকালে তিনি, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও অন্যান্য কাউন্সিলরদের নিয়ে সরাসরি শিলিগুড়িতে সেই মেয়েটির বাড়িতে পৌঁছে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান। তিনি বলেন, “এই দুর্ঘটনা হৃদয়বিদারক। এত ছোট্ট একটি প্রাণকে আমরা হারালাম। প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
স্থানীয় সূত্রে খবর, লাগাতার বৃষ্টির ফলে মিরিক, কালিম্পং ও সুখিয়াপোখরির একাধিক এলাকায় নতুন করে ধস নেমেছে। প্রশাসন ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের কাজ শুরু করেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
আলিপুর আবহাওয়া দফতর আগেই উত্তরবঙ্গে জারি করেছিল লাল সতর্কতা। শনিবার রাত থেকেই পাহাড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। তার জেরে একাধিক এলাকায় ধস নামায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ও মিরিক মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৮ জনের মৃত্যু হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
ছোট্ট আয়ুশির মৃত্যুতে স্তব্ধ শিলিগুড়ি ও মিরিক — উত্তরবঙ্গের চলমান প্রাকৃতিক বিপর্যয়ের এই দৃশ্য যেন সবচেয়ে হৃদয়বিদারক প্রতিচ্ছবি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News: মিরিকে ঘুরতে গিয়ে আর ফিরল না ৮ বছরের ছোট্ট আয়ুশি! দিদার সঙ্গে গিয়ে সব শেষ, কীভাবে মৃত্যু জানেন? চোখে জল চলে আসবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল