South Dinajpur News: চৈত্র সংক্রান্তির বিশেষ পুজো উপলক্ষে ভক্তদের ঢল এই প্রাচীন কালীমন্দিরে
- Reported by:Susmita Goswami
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
South Dinajpur News: ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাচীন জনপদ হিলি। হাজার বছরের পুরনো ঐতিহ্য মেনে প্রত্যেক বছরের মত দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম দাপট কালী ঠাকুরানীর পুজো শুরু হয়। চৈত্র সংক্রান্তি তিথিতে গর্ভগৃহের মহাপুজোর আয়োজন করা হয়।
advertisement
1/6

লক্ষ্মণ সেনের আমল থেকে দাপট কালী মাতা ঠাকুরানী মায়ের পুজো হয়ে আসছে। চৈত্র সংক্রান্তিতে মায়ের মহাপুজো অনুষ্ঠিত হয়। তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
কয়েক হাজার ভক্ত রকমারি ফল বাঁশের ডালা নিয়ে পুজোয় সামিল হন। চারটি সারিতে লম্বা লাইন। রোদ গরমকে উপেক্ষা করে শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দিরে পুজোয় ভিড় ভক্তদের।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
কথিত আছে, মন্দির প্রাঙ্গনে প্রায়শই মা কে নুপুর পরে হাঁটতে দেখা গেছে। এর পাশাপাশি রয়েছে অনেক অলৌকিক ঘটনা।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
দুপুরে ষোড়শ উপাচারে দাপট কালী ঠাকুরানী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। তারপরেই একাধিক ক্রিয়াকার্যের মাধ্যমে পুজোর আয়োজন করা হয়। সন্ধ্যায় চামুণ্ডা নৃত্য ও লোকক্রিয়া অনুষ্ঠিত হয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
দেবীর পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণও চলে। মেলায় হরেক রকমের দোকান বসে। খাবার থেকে শুরু করে নানা জিনিসের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
দাপট কালীর মেলা ও পুজো উপলক্ষে মন্দির চত্বরে নিরাপত্তা আঁটোসাটো করা হয়। শতাধিক পুলিশ কর্মী নিযুক্ত করে যানযট, ভিড় নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা জোরদার করে হিলি থানার পুলিশ।তথ্য - সুস্মিতা গোস্বামী