Snowfall In Sikkim: সাদা বরফে ঢাকলো সিকিম! জিরো পয়েন্টে বিরাট কাণ্ড! তুষারপাতে মন ভরবে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Snowfall In Sikkim: বরফ পড়তে না পড়তেই ভাইরাল ছবি! সাদা বরফে ঢাকা পড়লো সিকিম! তুষারপাত জিরো পয়েন্টেও!
advertisement
1/5

সিকিমের জিরো পয়েন্ট ঢাকল সাদা বরফের চাদরে। ইতিমধ্যেই তুষারপাতের ভিডিয়োয় সোশ্যাল মিডিয়া ছয়লাপ। শ্বেতশুভ্র পাহাড়ের এই সৌন্দর্য চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা।
advertisement
2/5
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৩০০ ফিট উঁচু সিকিমের জিরো পয়েন্ট বরাবরই পর্যটকদের পছন্দের জায়গা। সেখানে ঘুরতে গিয়ে বরফ পেয়ে আনন্দে আটখানা পর্যটকরা।
advertisement
3/5
গরম থেকে রেহাই পেতে সিকিম এখন ভিড়ে ঠাসা। সিকিম ঘুরতে এসে এবার পোয়াবারো পর্যটকদের। তুষারপাতে ঢাকা উত্তর সিকিমে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন তাঁরা।
advertisement
4/5
সিকিমের একাধিক জায়গা এখন পুরু বরফের চাদরে মোড়া । তুষারপাতের সঙ্গে পর্যটকদের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল।
advertisement
5/5
তুষারপাতের দেখার আশা নিয়ে সিকিম ঘুরতে আসেন সকলে। পর্যটকদের সেই আশা পূর্ণ হল হওয়ায় খুশি সকলেই। তুষারপাতের সাদা চাদরে ঢেকেছে উত্তর সিকিমের একাধিক এলাকা।