TRENDING:

Snowfall Alert In West Bengal: পশ্চিমি ঝঞ্ঝা পাকাবে বড়সড় ঝামেলা, এবার ডিসেম্বরেই ঝপঝপ তুষারপাতের নিদান, বঙ্গোপসাগরে ফের ফুঁসবে নিম্নচাপ

Last Updated:
Snowfall Alert In West Bengal: ক্রিসমাসের আগেই বরফের চাদরে মুড়তে পারে শৈলশহর দার্জিলিং! কী বলছে হাওয়া অফিস, দুটি অ্যাকটিভ ওয়েদার চ্যানেল৷ একটি হিমালয় পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা৷
advertisement
1/27
ক্রিসমাসের আগেই বরফের চাদরে মুড়তে পারে শৈলশহর দার্জিলিং! কী বলছে হাওয়া অফিস
দুটি অ্যাকটিভ ওয়েদার চ্যানেল৷ একটি হিমালয় পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা৷ সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের উপরে৷ সেটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
2/27
নিম্নচাপ ক্ষেত্রটি শনিবারই তৈরি হয়ে যাচ্ছে এরপর সেটি তামিলনাড়ু উপকূল বরাবর সেটি এগিয়ে যাবে৷ ফের এটি এগোবে তামিলনাড়ু উপকূল বরাবর৷ সেখানে ফের ঝড় ঝঞ্ঝা-বৃষ্টিপাতের দাপট দেখা যাবে৷
advertisement
3/27
এদিকে উত্তরে এমনিতেই ঝপঝপ করে নামছে তাপমাত্রা এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট৷
advertisement
4/27
ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরেই উইকেন্ডে স্নোফলের সম্ভাবনা দার্জিলিং , সোনাদা, সুখিয়াপোখরি, সহ কালিংপং এর উচু পার্বত্য এলাকা গুলিতে। শনিবার থেকে সোমবারের মধ্যে এই সম্ভাবনা বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলাতে ৷
advertisement
5/27
বুধবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা। দার্জিলিং  কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ।কনকনে ঠান্ডা হওয়ার সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই পাহাড়ে জাঁকিয়ে শীত।
advertisement
6/27
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং। বৃষ্টির পরেই চার থেকে পাঁচ ডিগ্রি পারদ কমতে পারে। শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
7/27
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
8/27
আবহাওয়ার ব্যাপক বদল আসছে দেশ জুড়ে। অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়ে দিল মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস। বিশেষজ্ঞ আবহাওয়াবিদদের মতে, আগামী দিনে সারা দেশে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হবে।
advertisement
9/27
আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে ৮ ও ৯ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতে। তবে এই সময়ে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বড় বিপদ ঘনাচ্ছে দক্ষিণ ভারতেও।
advertisement
10/27
বঙ্গোপসাগরের উপরে আরও একটি নিম্নচাপ ক্ষেত্রের তৈরি হওয়ার আশংকা :ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সর্বশেষ রিপোর্টে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে।
advertisement
11/27
প্রসঙ্গত, গত সপ্তাহেই বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ফেনজলে পরিণত হয়ে ব্যাপক দুর্যোগ ঘটিয়েছে দক্ষিণ ভারতে। ফেনজলের প্রভাবে নজিরবিহীন বৃষ্টি হয়েছে উত্তর তামিলনাড়ু ও পুদুচেরিতে। এখনও সেই ক্ষত সারেনি। এরই মধ্যে আবার নতুন করে নিম্নচাপের রক্তচক্ষু বঙ্গোপসাগরে।
advertisement
12/27
আইএমডি জানিয়েছে, নতুন নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটি ৯ ডিসেম্বর অর্থাৎ সোমবারের মধ্যে শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছনর সম্ভাবনা। নতুন এই সিস্টেমটি শ্রীলঙ্কার কাছে একটি নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
13/27
এর জেরে আগামী ১২ ডিসেম্বর ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ুতে। আইএমডি ইতিমধ্যেই তামিলনাড়ুর দক্ষিণ উপকূলীয় জেলাগুলিতে ১২ এবং ১৩ ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
advertisement
14/27
এদিকে উত্তর ভারতে বৃষ্টির কারণে তাপমাত্রাও কমতে পারে বলে জানাচ্ছে আইএমডি। দিল্লি এনসিআরে আবহাওয়ার মেজাজও দ্রুত বদলাচ্ছে।
advertisement
15/27
গত কয়েকদিন ধরে উত্তর ভারতে তাপমাত্রা নিয়মিত রয়েছে, যদিও হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। অন্যদিকে দক্ষিণ ভারতের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
advertisement
16/27
দিল্লির আবহাওয়ার আপডেট:রাজধানী দিল্লিতে ডিসেম্বরের শুরুতে এখন পর্যন্ত বিকেলের দিকে মানুষ গরম অনুভব করছে। আবহাওয়া দফতর গতকাল অর্থাৎ সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
advertisement
17/27
পরিষ্কার আবহাওয়ার কারণে রোদ ঝলমল করছে রাজধানীতে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
advertisement
18/27
আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন কুয়াশা থেকে মানুষ স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। সকালে হালকা কুয়াশার পর আকাশ ঠিক থাকবে বলে আশা করা হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা রয়েছে।
advertisement
19/27
পাহাড়ে তুষারপাত সতর্কতা:'স্কাইমেট ওয়েদার রিপোর্টার'-এর মতে, ৮ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। অন্যদিকে, ৭ ডিসেম্বর হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হওয়ার সম্ভাবনা।
advertisement
20/27
যার জেরে হিমাচল প্রদেশ ও কাশ্মীরের পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পঞ্জাব-হরিয়ানায়ও শীতের বৃষ্টি রং দেখাতে পারে।
advertisement
21/27
গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী দিনে দক্ষিণ ভারতের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে আজও তামিলনাড়ুর কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
22/27
৬ ডিসেম্বর সকালের দিকে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় কখনও কম কখনও বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।৬ ডিসেম্বর সকালের দিকে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় কখনও কম কখনও বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
23/27
পরিষ্কার আবহাওয়ার পাশাপাশি ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইতে পারে। ৭ ডিসেম্বর আবহাওয়া শুষ্ক থাকতে পারে, এবং ৮ ডিসেম্বর রাজ্যের পশ্চিম ও পূর্বাঞ্চলের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
24/27
বাংলার আবহাওয়া:উইকেন্ডে স্নোফলের সম্ভাবনা দার্জিলিঙে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু টুমলিং এর মত এলাকায়। শনিবার থেকে সোমবারের মধ্যে এই সম্ভাবনা বেশি।
advertisement
25/27
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অর্থাৎ উপরের দিকের পাঁচ জেলাতে।
advertisement
26/27
উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইছে ইতিমধ্যেই। পূর্বাভাস বলছে, আগামী দু'দিনেই এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা।
advertisement
27/27
শনিবারের মধ্যে তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে এরপরে আবার আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পড়বে শীত-পথে। তাই আগামী সপ্তাহে দু-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snowfall Alert In West Bengal: পশ্চিমি ঝঞ্ঝা পাকাবে বড়সড় ঝামেলা, এবার ডিসেম্বরেই ঝপঝপ তুষারপাতের নিদান, বঙ্গোপসাগরে ফের ফুঁসবে নিম্নচাপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল