TRENDING:

Ashok Bhattacharya: অশোক ভট্টাচার্যের সম্পত্তিতেও কি বাম 'আদর্শের' ছাপ? প্রাক্তন মন্ত্রীর 'মালিকানা' দেখুন...

Last Updated:
শিলিগুড়ি কেন্দ্রের জন্য সংযুক্ত মোর্চার প্রার্থী তিনিই। ভোটের আগে নিয়ম মেনেই হলফনামা পেশ করেছেন অশোক ভট্টাচার্য। আর সেখান থেকেই খোঁজ মিলেছে তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ।
advertisement
1/5
অশোক ভট্টাচার্যের সম্পত্তিতেও বাম 'আদর্শের' ছাপ? প্রবীণ নেতার 'মালিকানা' দেখুন..
দীর্ঘদিনের বাম নেতা। বাম জমানায় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। শিলিগুড়ির বিদায়ী বিধায়ক ও শিলিগুড়ি পুরসভায় বিদায়ী চেয়ারম্যান। অশোক ভট্টাচার্য বাংলার প্রথম সারির এক রাজনৈতিক মুখ। এবারও তাই শিলিগুড়ি কেন্দ্রের জন্য সংযুক্ত মোর্চার প্রার্থী তিনিই। ভোটের আগে নিয়ম মেনেই হলফনামা পেশ করেছেন অশোক ভট্টাচার্য। আর সেখান থেকেই খোঁজ মিলেছে তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ।
advertisement
2/5
হলফনামা অনুযায়ী, ২০১৯-'২০ আর্থিক বর্ষে প্রবীণ বাম নেতার আয় ছিল ৩ লক্ষ ৬২ হাজার ৪০ টাকা। আর ওই একই সময়ে তাঁর স্ত্রীর উপার্জন ছিল ৩ লক্ষ ৭৫ হাজার ৬১৫ টাকা। বাম 'আদর্শের' ছাপ যেন রয়েছে অশোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। বেশ কয়েকটি অ্যাকাউন্ট মিলে অশোকের রয়েছে ১২ লক্ষ ৩৫ হাজার ৯৪ টাকা এবং ২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা। আর স্ত্রী'র সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৮ হাজার ৫৪০ টাকা।
advertisement
3/5
তবে, হলফনামা জমা দেওয়ার আগে বাম নেতার হাতে নগদ বিশেষ ছিল না। সেই সময় অশোক ভট্টাচার্যের কাছে ছিল ৩ হাজার ৮০০ টাকা। আর স্ত্রী'র কাছে ছিল ৭ হাজার ২০০ টাকা। তবে, বিভিন্ন অ্যাকাউন্টে অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের নামে গচ্ছিত রয়েছে ৬ লক্ষ ১২ হাজার ১৭৫ টাকা, ২ লক্ষ ১৯ হাজার ৫৬৯ টাকা, ৮৪ হাজার ৬৩১ টাকা এবং ১৮ হাজার ৫৪০ টাকা। এছাড়াও স্বামী-স্ত্রী'র নামে মোট প্রায় ৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে।
advertisement
4/5
নিজের নামে কোনও গাড়ি না থাকলেও ২০১৩ সালে স্ত্রী'র নামে ৪ লক্ষ ৮৬ হাজার ৭১৭ টাকায় একটি মারুতি রিট্জ কিনেছিলেন অশোক ভট্টাচার্য। এমনকী তাঁর নিজের নামে কোনও গয়নাও নেই। তাঁর অবসরপ্রাপ্ত সরকারী কর্মী স্ত্রী'র কাছে রয়েছে ৬৮ হাজার টাকার গয়না।
advertisement
5/5
শিলিগুড়িতে একটি ফ্ল্যাটের মালিক অশোক বাবু। মালিকতলাতে রয়েছে সরকারি আবাসনও। মোট পাঁচবার শিলিগুড়ি তাঁকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছে। এবার কি ছ'নম্বর পাকা? উত্তর দেবে ২ মে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Ashok Bhattacharya: অশোক ভট্টাচার্যের সম্পত্তিতেও কি বাম 'আদর্শের' ছাপ? প্রাক্তন মন্ত্রীর 'মালিকানা' দেখুন...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল