TRENDING:

ট্রাকের নীচে লুকিয়ে অনুপ্রবেশ, বিএসএফের জালে বাংলাদেশি যুবক! ধরা পড়তেই যা ঘটল...!

Last Updated:
সীমান্তে নিরাপত্তা বলয় জোরদার থাকলেও নতুন কৌশলে অনুপ্রবেশের চেষ্টা জারি। এবার ট্রাকের নীচে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করলেন এক যুবক। তবে শেষরক্ষা হল না।
advertisement
1/4
ট্রাকের নীচে লুকিয়ে অনুপ্রবেশ, বিএসএফের জালে বাংলাদেশি যুবক! ধরা পড়তেই যা ঘটল...!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সীমান্তে নিরাপত্তা বলয় জোরদার থাকলেও নতুন কৌশলে অনুপ্রবেশের চেষ্টা জারি। এবার ট্রাকের নীচে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করলেন এক যুবক। তবে শেষরক্ষা হল না। বিএসএফের তৎপরতায় ধরা পড়ে গেলেন তিনি।
advertisement
2/4
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টে। সূত্রের খবর, অন্যান্য দিনের মতো ভুটান থেকে একটি বোল্ডার বোঝাই ট্রাক বাংলাদেশে যায়। সেখানে মাল খালাস করে ফের ভারতে প্রবেশের সময় ট্রাকটিকে পরীক্ষা করে সীমান্তরক্ষী বাহিনী। সেই সময়ই বিএসএফের নজরে আসে, গাড়ির নীচে একজন ব্যক্তি ঝুলে রয়েছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/4
তৎক্ষণাৎ ওই যুবককে গাড়ির নীচ থেকে বের করে আটক করেন জওয়ানরা। ধৃতের নাম রিপন রায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। বিএসএফ সূত্রে খবর, ধৃতকে নিয়ে চলছে আরও জিজ্ঞাসাবাদ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/4
বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে এই ধরনের অনুপ্রবেশ রোখা যায়। সীমান্ত চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে বাহিনী সদা সতর্ক বলেও জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ট্রাকের নীচে লুকিয়ে অনুপ্রবেশ, বিএসএফের জালে বাংলাদেশি যুবক! ধরা পড়তেই যা ঘটল...!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল