TRENDING:

Siliguri News: শিলিগুড়ির গর্ব ঋষিরাজ! শ্রীলঙ্কার মাটিতে মার্শাল আর্টসে জোড়া রুপো জয়, আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে শহরে সংবর্ধনা

Last Updated:
Siliguri Martial Art Champion: শিলিগুড়ির গর্ব ঋষিরাজ মহাজন। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার গল শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মার্শাল আর্টস প্রতিযোগিতায় দুটি সিলভার মেডেল অর্জন করেন। বিদেশের মাটিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল।
advertisement
1/5
শিলিগুড়ির গর্ব ঋষিরাজ! শ্রীলঙ্কার মাটিতে মার্শাল আর্টসে জোড়া রুপো জয়
শিলিগুড়ির ক্রীড়াজগতে গর্বের নতুন অধ্যায় রচনা করলেন ঋষিরাজ মহাজন। শিলিগুড়ি শহরের ছেলে, লেকটাউন স্পোর্টস একাডেমির সুযোগ্য ছাত্র ঋষিরাজ ২০২৫ সালের ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার গল শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক মার্শাল আর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজস্ব বিভাগে দুটি সিলভার মেডেল অর্জন করেন। বিদেশের মাটিতে তাঁর এই সাফল্যে খুশির হাওয়া শিলিগুড়ি জুড়ে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
অল্প বয়সেই কঠোর অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে নিজেকে তৈরি করেছেন ঋষিরাজ। লেকটাউন স্পোর্টস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণের ফলেই আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতার প্রমাণ দিতে পেরেছেন তিনি। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই তাঁর আত্মবিশ্বাস ও কৌশল প্রশংসা কুড়িয়েছে।
advertisement
3/5
এই সাফল্যে অভিভূত ঋষিরাজের পরিবার, প্রশিক্ষক এবং এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন। শিলিগুড়ির ছেলে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করায় গর্বিত সকলে। তাঁদের মতে, এই সাফল্য আগামী প্রজন্মকে মার্শাল আর্টসের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
advertisement
4/5
ঋষিরাজের এই কৃতিত্ব উদযাপন করতে শক্তিগড় উজ্জ্বল সংঘের উদ্যোগে কালীবাড়ি ময়দানে একটি ছোট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়ানুরাগী, ক্লাব সদস্য ও শুভানুধ্যায়ীরা। ফুল, উত্তরীয় ও শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে অনুষ্ঠানস্থল।
advertisement
5/5
আয়োজকদের বক্তব্য, এই সংবর্ধনার মূল উদ্দেশ্য শুধু একজন ক্রীড়াবিদকে সম্মান জানানো নয়, বরং মার্শাল আর্টসকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ঋষিরাজ মহাজনের এই সাফল্য ভবিষ্যতে শিলিগুড়ি থেকে আরও অনেক আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উঠে আসার অনুপ্রেরণা হয়ে থাকবে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News: শিলিগুড়ির গর্ব ঋষিরাজ! শ্রীলঙ্কার মাটিতে মার্শাল আর্টসে জোড়া রুপো জয়, আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে শহরে সংবর্ধনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল