Sikkim Snowfall: যেদিকে চোখ যায় ধু ধু বরফ, শীতের 'শেষ স্পেল'-এও বরফের চাদরে মুড়ল সিকিম, বেজায় খুশি পর্যটকরা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Snowfall in Sikkim: যেদিকে চোখ যায় ধু ধু বরফ, বোঝা দায়, এ সিকিম না সুইৎজারল্যান্ড
advertisement
1/5

শীতের শেষ স্পেলে সিকিমের উওর ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক তুষারপাত, বরফে ঢাকা সড়কগুলি চলাচলের উপযোগী করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)।
advertisement
2/5
এই তুষারপাত পর্যটকদের কাছে বাড়তি পাওনা, বিপুল উচ্ছ্বাসে মাতোয়ারা আট থেকে আশি
advertisement
3/5
বৃহস্পতিবার, সিকিমের উওর এবং দক্ষিণ অঞ্চলের অধিকাংশ এলাকা তুষারের চাদরে ঢাকা পড়েছে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য উপভোগ করতে পেরে বেজায় খুশি পর্যটকরা
advertisement
4/5
বর্তমানে যাঁরা সিকিমে বেড়াতে এসেছেন, তাঁদের কাছে এই দৃশ্য বাড়তি উপহার।
advertisement
5/5
বিআরও কর্মীরা এখনও সড়কগুলি খোলার জন্য কাজ করে যাচ্ছেন, যাতে পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারেন এবং সিকিমের এই সৌন্দর্য উপভোগ করতে পারেন।