TRENDING:

Sikkim: ভয়াবহ অবস্থা সিকিমের, ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস! পরিস্থিতি দেখলে শিউরে উঠবেন

Last Updated:
Sikkim: সিকিমে অবিরাম বৃষ্টি সেই জেরে আবারো সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কে ধস আর ধ্বসের কারণে যান চলাচল ফের বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে সিকিম প্রশাসন। 
advertisement
1/5
ভয়াবহ অবস্থা সিকিমের, ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস! পরিস্থিতি দেখলে শিউরে উঠবেন
*সিকিমে অবিরাম বৃষ্টি সেই জেরে ফের সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কে ধস। ধসের কারণে যান চলাচল ফের বন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে সিকিম প্রশাসন সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার জন্য। 
advertisement
2/5
*বৃষ্টির কারণে ভালুখোলা ও লিকুভিতে পাথর খসে পড়ছে। সাধারণ মানুষ অন্যত্র পথ বেছে লাভার মাধ্যমে। যখন একদিকে পর্যটকরা পাহাড় থেকে নেমে বাড়ি ফেরার জন্য সমতলে, অন্যদিকে রেল দুর্ঘটনার কারণে সমস্যায় পড়ছেন পর্যটকরা। সিকিম প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। সিকিমের পরিস্থিতির স্বাভাবিক করার জন্য।
advertisement
3/5
*পর্যটকরা মঙ্গন থেকে গ্যাংটক হয়ে রাকদুং-তিনটেক রোড নামক খোলায় অবরুদ্ধ। মঙ্গন থেকে গ্যাংটক হয়ে ফোডং রোড শুধুমাত্র হালকা যানবাহনের জন্য খোলা রয়েছে। মঙ্গন- চুংথাং হয়ে টুং নাগা রুট একাধিক জায়গায় অবরুদ্ধ।
advertisement
4/5
*মঙ্গন থেকে চুংথাং রোড হয়ে সাংকালং রোড একাধিক জায়গায় অবরুদ্ধ (সাংকালং ব্রিজ ধসে পড়েছে)। লাচেন থেকে চুংথাং, মুন্সিথাং-এর রাস্তা অবরুদ্ধ। লাচেন টু থাঙ্গু, জিমা-১ থেকে অবরুদ্ধ। থাংগু-গুরুডংমার খোলা। চুংথাং থেকে লাচুং ক্লিয়ার। লাচুং থেকে জিরো পয়েন্ট রোড পরিষ্কার। মঙ্গন থেকে ডিকচু রোড নামক খোলায় অবরুদ্ধ।
advertisement
5/5
*ভারী বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন জায়গায় ধসের কারণে সমস্যায় পড়ছে পর্যটকেরা আনন্দের মুহূর্তটা কিছুটা ফ্যাকাসে হয়ে দাঁড়ায়। সিকিমের এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে কোন রাস্তায় খোলা এবং কোন রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim: ভয়াবহ অবস্থা সিকিমের, ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস! পরিস্থিতি দেখলে শিউরে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল