TRENDING:

ছন্দে ফিরছে উত্তর সিকিম, ৬৩ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা, চালু হল সাংকালান, ফিডং, চুংথাংয়ের রাস্তা

Last Updated:
Sikkim: শুক্রবার ইতিমধ্যেই চালু করা হয়েছে সাংকালান, ফিডং ও চুংথাংয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। তবে আপাতত শুধু ছোটো গাড়ি চলাচলের অনুমতি মিলেছে। বড় গাড়ি বা পর্যটনবাসের জন্য এখনও ঝুঁকি রয়ে গিয়েছে। তবুও রাস্তা খোলার খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের।
advertisement
1/5
ছন্দে ফিরছে উত্তর সিকিম, ৬৩ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা, চালু ফিডং, চুংথাংয়ের রাস্তা
সিকিমে ধসের ছন্দ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ফের শুরু পর্যটক উদ্ধারের অভিযান। উত্তর সিকিমের ধস পরিস্থিতির পরে আবারও ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রশাসন।আবহাওয়া কিছুটা অনুকূল হতেই শুক্রবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে উদ্ধার কাজ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতি ও বিচ্ছিন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ।
advertisement
2/5
আজ শুক্রবার ইতিমধ্যেই চালু করা হয়েছে সাংকালান, ফিডং ও চুংথাংয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। তবে আপাতত শুধু ছোটো গাড়ি চলাচলের অনুমতি মিলেছে। বড় গাড়ি বা পর্যটনবাসের জন্য এখনও ঝুঁকি রয়ে গিয়েছে। তবুও রাস্তা খোলার খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের।
advertisement
3/5
এই পরিস্থিতির মাঝেই উদ্ধার অভিযানে বড়সড় অগ্রগতি। বৃহস্পতিবার ৬৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছিল, এদিন ফের ছাতেনে নামানো হয় দু’টি হেলিকপ্টার। সেখান থেকেই প্রথম দফায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে আরও ১৭ জন পর্যটককে। কিন্তু কাজটা এখনও সম্পূর্ণ হয়নি।
advertisement
4/5
মাঙ্গানের পুলিশ সুপার সোনম দিচু ভুটিয়া জানিয়েছেন সূত্রে , এখনও ছাতেনে আটকে রয়েছেন ৬৩ জন পর্যটক। শুক্রবার বিকেলে আবহাওয়ার হঠাৎ অবনতি এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়।
advertisement
5/5
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। উত্তর সিকিমের ভয়াবহ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে প্রশাসন, সেনা, পুলিশ, সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই চলছে জীবনরক্ষা ও পুনর্গঠনের কাজ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ছন্দে ফিরছে উত্তর সিকিম, ৬৩ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা, চালু হল সাংকালান, ফিডং, চুংথাংয়ের রাস্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল