Red Alert For Fog: উপত্যকা থেকে হুড়মুড়িয়ে উঠছে কুয়াশা, সাদা চাদরের মোড়কে প্রবল শীতের ধাক্কা, উত্তরে কুয়াশার রেড অ্যালার্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Red Alert For Fog: উত্তরবঙ্গে শীতের ছোঁয়া, কুয়াশার চাদরে মোড়া সকাল, শুষ্ক আবহাওয়ায় স্বস্তির দিন
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে। ফলে শীতের আমেজের মধ্যেই রোদঝলমলে দিনের সাক্ষী থাকবে এই অঞ্চলগুলি।
advertisement
2/5
তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সকালে যাতায়াতকারী যানবাহন ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে শীতের দাপট তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। দার্জিলিংয়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে তা প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। সকালের ঠান্ডা হাওয়া ও কুয়াশা পাহাড়ে শীতের আমেজ আরও বাড়িয়ে তুলছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
সমতলের জেলাগুলির মধ্যে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে দিনের তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। রাতে ও ভোরে শীত অনুভূত হলেও দিনে তুলনামূলকভাবে আরামদায়ক আবহাওয়া থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সব মিলিয়ে উত্তরবঙ্গে এই মুহূর্তে শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়ার পরিস্থিতি বজায় রয়েছে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার কারণে সকালে কিছুটা সমস্যা হতে পারে। আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, ভোরের দিকে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য