Weather: পাহাড়ে ভয়ঙ্কর দুর্যোগ! এলোপাথাড়ি বৃষ্টি-শিলাবৃষ্টি-তুষারপাতে তোলপাড়, বইছে তুমুল হাওয়া, হলুদ সতর্কতা জারি...
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Weather: ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল পাহাড়। খানিকক্ষণের শিলাবৃষ্টিতে দার্জিলিং যাওয়ার রাস্তা কার্যত সাদা হয়ে গিয়েছিল।
advertisement
1/7

*পূর্বাভাস ছিলই বৃষ্টি হবে, বইবে ঝোড়ো হাওয়া। আশঙ্কা সত্যি করে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল পাহাড়। খানিকক্ষণের শিলাবৃষ্টি-তুষারপাতে দার্জিলিং যাওয়ার রাস্তা কার্যত সাদা হয়ে গিয়েছিল। অনেকেই বরফ ভেবে ভুলও করেছেন। প্রতিবেদন ও ছবিঃ অনির্বাণ রায়।
advertisement
2/7
*সোনাদা থেকে শুরু করে ঘুম-সহ একাধিক জায়গায় শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। তাতেই সাদা হয়ে গিয়েছে দার্জিলিং যাওয়ার রাস্তা। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*উত্তরবঙ্গের পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতেও। বৃষ্টি বাড়বে আগামিকাল বৃহস্পতিবার থেকে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*ইদের দিন উত্তরে বেশি বৃষ্টি এবং দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*ইদের দিন উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সংগৃহীত ছবি।