TRENDING:

Indian Railways: টিকিট চেকিংয়ে বড় সাফল্য! বছর শেষে মালদহ ডিভিশনের আয় বৃদ্ধি ১১৬ শতাংশ, জানেন কত আয় হল?

Last Updated:
Indian Railways: বিগত বছরের তুলনায় দ্বিগুণ আয় করে ভারতীয় রেলে আয় বৃদ্ধিতে সেরা পারফর্মার হিসেবে নথিভুক্ত হয়েছে মালদহ ডিভিশন। ২০২৪-২৫ আর্থিক বছরে মালদহ ডিভিশনের টিকিট পরীক্ষার আয় ছিল ৪.১০ কোটি টাকা। যা ২০২৫-২৬ আর্থিক বছরের এপ্রিল-নভেম্বর মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.০০ কোটি টাকায় পৌঁছেছে।
advertisement
1/5
টিকিট চেকিংয়ে বড় সাফল্য! বছর শেষে মালদহ ডিভিশনের আয় বৃদ্ধি ১১৬ শতাংশ, জানেন কত আয় হল?
ভারতীয় রেলে আয় বৃদ্ধিতে সেরা পারফর্মার হিসেবে নথিভুক্ত হল পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন। সারা বছর টিকিট বিহীন রেল যাত্রীদের নিবিড় নজরদারি ও অভিযানে কোটি কোটি টাকা আয় করে তাক লাগাল মালদহ রেল ডিভিশন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
বিগত বছরের তুলনায় দ্বিগুণ আয় করে ভারতীয় রেলে আয় বৃদ্ধিতে সেরা পারফর্মার হিসেবে নথিভুক্ত হয়েছে মালদহ ডিভিশন। ২০২৪-২৫ আর্থিক বছরে মালদহ ডিভিশনের টিকিট পরীক্ষার আয় ছিল ৪.১০ কোটি টাকা। যা ২০২৫-২৬ আর্থিক বছরের এপ্রিল-নভেম্বর মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.০০ কোটি টাকায় পৌঁছেছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, "মোট ১,৩০,৮৬০টি টিকিটবিহীন এবং অনিয়মিত ভ্রমণের ঘটনা ধরা পড়েছে। যেখানে জরিপানা করা হয় টিকিটবিহীন রেল যাত্রীদের। ডিভিশনটি মালদহ টাউন, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, বরহরওয়া, সাহেবগঞ্জ, রাজমহল, কাহালগাঁও, সুলতানগঞ্জ, ভাগলপুর, জামালপুর এবং মুঙ্গের সহ প্রধান স্টেশনগুলিতে প্রবেশ ও প্রস্থান গেটে কঠোর পরীক্ষা চালায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
পাশাপাশি ছোট হল্ট স্টেশনগুলিতে দৈনিক পরিদর্শনে ধরা পড়ে একাধিক টিকিট বিহীন মামলা। শুধু তাই নয় মালদহ টাউন-এসএমভিটি অমৃত ভারত এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, বিক্রমশীলা এক্সপ্রেস, মালদহ টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস এবং বিভিন্ন প্যাসেঞ্জার সার্ভিসের মতো ট্রেনগুলিতেও ব্যাপক টিকিট পরীক্ষাচালায় টিকিট পরীক্ষক ও আরপিএফ কর্মীরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "এই অসাধারণ পারফরম্যান্স রাজস্ব বৃদ্ধি, অনুমোদিত ভ্রমণ, অপারেশনাল শৃঙ্খলা এবং যাত্রীদের সুবিধার প্রতি মালদহ ডিভিশনের প্রতিশ্রুতিকে তুলে ধরে। যা একই সঙ্গে ভারতীয় রেলের সামগ্রিক ভাবমূর্তিকে শক্তিশালী করে। ডিভিশনটি অপারেশনাল দক্ষতা, যাত্রীদের শৃঙ্খলা এবং রাজস্ব কর্মক্ষমতা আরও বাড়ানোর জন্য লক্ষ্য ভিত্তিক উদ্যোগ চালিয়ে যাবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: টিকিট চেকিংয়ে বড় সাফল্য! বছর শেষে মালদহ ডিভিশনের আয় বৃদ্ধি ১১৬ শতাংশ, জানেন কত আয় হল?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল