North Bengal Weather Update: বাংলাজুড়ে উথালপাথাল আবহাওয়া... ভাসছে উত্তর থেকে দক্ষিণ, তিন জেলায় লাগামছাড়া বৃষ্টি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
ভাদ্রের শেষে স্বস্তির বৃষ্টি, আশ্বিনের আবহাওয়া জলপাইগুড়িতে। কয়েকদিনের কাঠফাটা গরমে কার্যত হাঁসফাস অবস্থা হয়েছিল জলপাইগুড়ির বাসিন্দাদের। আবহাওয়া দফতরের বার্তা সত্যি করে শনিবার সকাল থেকে জলপাইগুড়ির আকাশ জুড়ে কালো মেঘ। সেই সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি। তাতেই তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নীচে নেমে যাওয়ায় স্বস্তি মিলল সকলের।
advertisement
1/13

শিলিগুড়িতে মেঘলা আকাশ। গতকাল রাতে বৃষ্টির পর আজও সকাল থেকে মুখ ভার। দার্জিলিংয়ে মেঘ আর কুয়াশা। কালিম্পংয়ে মেঘলা আকাশ। জলপাইগুড়িতে মেঘলা আকাশ। ডুয়ার্সে সকাল থেকেই ঝোড়ো হাওয়া ও মুষলধারায় বৃষ্টি। কোচবিহারে মেঘলা আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তথ্য- পার্থপ্রতীম সরকার
advertisement
2/13
ভাদ্রের শেষে স্বস্তির বৃষ্টি, আশ্বিনের আবহাওয়া জলপাইগুড়িতে। কয়েকদিনের কাঠফাটা গরমে কার্যত হাঁসফাস অবস্থা হয়েছিল জলপাইগুড়ির বাসিন্দাদের। আবহাওয়া দফতরের বার্তা সত্যি করে শনিবার সকাল থেকে জলপাইগুড়ির আকাশ জুড়ে কালো মেঘ। সেই সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি। তাতেই তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নীচে নেমে যাওয়ায় স্বস্তি মিলল সকলের। তথ্য- শান্তনু কর
advertisement
3/13
ফের ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। শনিবার সকাল থেকে শুরু হয় মুষুলধারে বৃষ্টি। আলিপুরদুয়ারের ফালাকাটার বিভিন্ন এলাকায় এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুষুলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট, বাজার প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বরে শনিবার সাপ্তাহিক হাট বসে এবং মানুষ সারা সপ্তাহের প্রয়োজনীয় জিনিস পত্র ওই সাপ্তাহিক হাট থেকে ক্রয় করে আর এই বৃষ্টি ফলে হাটে ক্রেতারা দেখা নেই বললেই চলে। হাট ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন এই মুষলধারে বৃষ্টিপাতের ফলে।
advertisement
4/13
ফের ভোল বদলে গেল আবহাওয়ার। দক্ষিণবঙ্গে শুরু নিম্নচাপের বৃষ্টি । মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয়। আর এর প্রভাবে মেঘলা আকাশ, লাগাতার বৃষ্টি সব জেলায়।
advertisement
5/13
বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বইবে দমকা ঝোড়ো বাতাস। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
6/13
গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে। ক্যানিং থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব দিকে এবং কলকাতা থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
advertisement
7/13
বঙ্গোপসাগরে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
8/13
সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার। এই ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে।
advertisement
9/13
শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়।
advertisement
10/13
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি হবে।
advertisement
11/13
রবিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টি হবে।রবিবার বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে।
advertisement
12/13
শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। সর্বোচ্চ ৫০-৫৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে।
advertisement
13/13
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭২.৪ মিলিমিটার।