Weather Update: ধেয়ে আসছে দানা! দক্ষিণে চলবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব...উত্তরে কী প্রভাব পড়বে? জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, দক্ষিণবঙ্গে জারি সর্তকতা তবে উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানার..! কী বলছে হাওয়া অফিস..?
advertisement
1/6

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জারি সতর্কতা তবে উত্তরে কতটা প্রভাব পড়বে দানার..? নিম্নচাপের জেরে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ফের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি বৃষ্টির পূর্বাভাস। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হালকা হালকা শীত পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে।
advertisement
2/6
নিম্নচাপের জেরে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ফের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি বৃষ্টির পূর্বাভাস। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হালকা হালকা শীত পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে।
advertisement
3/6
বৃহস্পতিবার দার্জিলিং , কালিম্পং, কোচবিহার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা তবে ঘূর্ণিঝড়ের জেলে দক্ষিণের জেলায় সর্তকতা জারি হলেও উত্তরে জারি নেই কোন সতর্কতা।
advertisement
4/6
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
advertisement
5/6
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।ইতিমধ্যেই পার্শ্ববর্তী রাজ্য সিকিমে শুরু হয়েছে তুষারপাত সেই অর্থে ইতিমধ্যেই শৈল শহর গুলিতে পারদ নামতে শুরু করেছে। তবে এই মুহূর্তে উত্তরের কোনো জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনো আশঙ্কা নেই।
advertisement
6/6
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের কিছু জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব মিলিয়ে এবার চটজলদিউত্তরবঙ্গে আসতে চলেছে শীত।