বন্দে ভারত, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ হাওড়া, শিয়ালদহগামী একাধিক ট্রেনের রুট বদল...! দূরপাল্লার বহু ট্রেন চলবে ঘুর পথে, দেখে নিন সময়সূচি
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
North Bengal Train Time Table: হাওড়া, শিয়ালদহগামী একাধিক ট্রেনের রুট বদল, দূরপাল্লার বহু ট্রেন চলবে ঘুরপথে, ঝামেলা এড়াতে দেখে নিন সময়সূচি...
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: বৃষ্টি কমলেও পরিস্থিতি স্বাভাবিক নেই। ট্রেন লাইন এখনও জলের নিচে। যার ফলে ৮ অক্টোবরে আলিপুরদুয়ার ডিভিশনে ট্রেনগুলিকে ঘুরপথে চালানোর ব্যবস্থা করা হয়েছে।৭ অক্টোবর সন্ধ্যায় এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
advertisement
2/5
একরাতে প্রায় দুই শতাধিক, তিন শতাধিক মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। জলমগ্ন বহু এলাকা, জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। সমতল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন পাহাড়। কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা, জলপাইগুড়ির নাগরাকাটা, ধূপগুড়ি জলমগ্ন। জল ঢুকে গিয়েছে সাধারণ মানুষের বাড়িতে।
advertisement
3/5
জল জমে রয়েছে রেললাইনেও। এমন পরিস্থিতিতে রেল পরিষেবাও বিপর্যস্ত।যদিও এলাকায় বৃষ্টিপাত নেই তবুও সতর্ক রয়েছে প্রশাসন।
advertisement
4/5
আলিপুরদুয়ার থেকে শিয়ালদা এবং হাওড়া পর্যন্ত চলা ১১ টি ট্রেন ঘুরপথে চলবে।৮ অক্টোবর ঘুরপথে চলবে ট্রেনগুলি হল ১৩১৪২ তিস্তা তোর্ষা এক্সপ্রেস, ১৩১৪৮ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৫০৫ নর্থইস্ট এক্সপ্রেস, ২২২২৮ বন্দে ভারত এক্সপ্রেস, ১২৩৪৬ সরাইঘাট এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন।
advertisement
5/5
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, রবিবার সকাল থেকে শিলিগুড়ি-ধুবড়ি ডেমু, এনজেপি-আলিপুরদুয়ার পর্যটক স্পেশ্যাল, শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি ফের কবের থেকে চলবে তা এখনও জানানো হয়নি।