TRENDING:

Malda: নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা! নিখোঁজ চালক! প্রায় পাঁচ ঘণ্টা পর নয়ানজুলি থেকে উদ্ধার দেহ

Last Updated:
Malda Road Accident: মালদহের ইংরেজবাজার থানার সাতটারি এলাকায় চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। পথ দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘন্টা পর নয়ানজুলি থেকে উদ্ধার গাড়ি চালকের মৃতদেহ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
advertisement
1/6
নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা! নয়ানজুলি থেকে উদ্ধার চালকের দেহ
পথ দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘন্টা পর নয়ানজুলি থেকে উদ্ধার চালকের মৃতদেহ। মালদহের ইংরেজবাজার থানার সাতটারি এলাকার ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
জানা গিয়েছে, মৃত যুবকের নাম আজহারউদ্দিন মোমিন (২৫)। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার বাবলা কোমলপুর। ঘটনায় আহত হয়েছেন চার চাকা গাড়িতে থাকা আরও তিনজন। আহতরা হলেন, সরু শেখ বাড়ি বাবলা কোমলপুর, তুফাইল মোমিন ও জসিম শেখ। তাদের বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়।
advertisement
3/6
পাশাপাশি আহত হয়েছেন ২ জন বাইক আরোহী, উজির মোমিন এবং আনজুরা বিবি। তাদের বাড়ি ইংরেজবাজারের সাতটারি গ্রামে। পরিবার ও স্থানিয় সূত্রে জানা গিয়েছে, এদিন ৪ জন বন্ধু মিলে ইংরেজবাজারের মিল্কি এলাকায় তাঁদের চার চাকা গাড়ি সারাই করে বাড়ি ফিরছিলেন।
advertisement
4/6
ফেরার পথে ইংরেজবাজারের সাতটারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে চার চাকা গাড়ি। সেই সময় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি।
advertisement
5/6
ঘটনায় বাইকে থাকা দু'জন এবং চার চাকা গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করা গেলেও চার চাকা গাড়ির চালক নিখোঁজ হন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার মিল্কি ফাঁড়ির পুলিশ।
advertisement
6/6
ঘটনায় আহতদের উদ্ধারের পর নিখোঁজ চালকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও স্থানীয়রা। এরপর অবশেষে গ্রামবাসী এবং পুলিশের প্রচেষ্টায় প্রায় ৫ ঘন্টা পর নিখোঁজ চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Malda: নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা! নিখোঁজ চালক! প্রায় পাঁচ ঘণ্টা পর নয়ানজুলি থেকে উদ্ধার দেহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল