TRENDING:

Low Pressure over Bay Of Bengal: আশঙ্কাই সত্যি হয়ে গেল, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ৪৮ ঘণ্টা বৃষ্টির দাপট, বাংলায় ফের আটকে শীত

Last Updated:
Low Pressure over Bay Of Bengal: উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ গায়ে জড়িয়েছে মোটা জ্যাকেট! তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
advertisement
1/18
আশঙ্কাই সত্যি হয়ে গেল, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ৪৮ ঘণ্টা বৃষ্টির দাপট
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ৷ এরইসঙ্গে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এই জোড়া ফলা একসঙ্গে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ এর ফলে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হবে৷ Photo Courtesy- File
advertisement
2/18
Western Disturbance: পশ্চিমী ঝামেলা হানা দিতে শুরু করছে৷ ১৪ নভেম্বর নতুন একটি ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে৷ এর জেরে ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মুড়বে দেশের একাধিক রাজ্য৷ Photo- File
advertisement
3/18
অবশেষে বৃষ্টিকে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে শীতের প্রবেশ উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ, কুয়াশাচ্ছন্ন আকাশ ।উত্তরের প্রত্যেকটি জেলায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে শৈল শহরে।
advertisement
4/18
সোমবার দার্জিলিং , কালিম্পং এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই, এখন শুধু জাকিয়ে শীতের অপেক্ষা। ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ, গায়ে জড়িয়েছে মোটা জ্যাকেট ।
advertisement
5/18
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ,ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকায় জমজমাটি শীতের আমেজ। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না।
advertisement
6/18
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।
advertisement
7/18
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে শীতের চাদরে মুরবে পাহাড় থেকে সমতল।যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ইতিমধ্যেই পরিষ্কার আকাশ ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসছে।  চলতি মাসেই জাকিয়ে পড়তে পারে শীত।
advertisement
8/18
এদিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনটি একই জায়গায় অবস্থানরত রয়েছে৷ তবে এটি লোয়ার ট্রপোস্ফিয়ার লেভেল থেকে মিডল ট্রপোস্ফিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ ২৪ ঘণ্টায় শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ৪৮ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হতে পারে৷
advertisement
9/18
এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের জেরে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্য তাপমাত্রা একইরকম বজায় থাকবে৷ হঠাৎ করে তাপমাত্রা পতনের ঘটনা অবশ্য ঘটবে বৃহস্পতিবারের পর থেকে৷
advertisement
10/18
১৪ তারিখ একাধিক রাজ্যে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহেতে তোলপাড় করা আবহাওয়া থাকবে৷
advertisement
11/18
এরই মধ্যে একটি অ্যাকটিভ অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ ঘূর্ণাবর্তের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি লোয়ার ট্রপোস্ফিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
12/18
এদিকে একটি পশ্চিমি ঝামেলা ইতিমধ্যেই অ্যাকটিভ রয়েছে৷ এরই মধ্যে বৃহস্পতিবার থেকে আরও একটি নতুন পশ্চিমী ঝামেলা উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যগুলিতেও ঘন কুয়াশা ও দ্রুত তাপমাত্রা পতনের ঘটনা ঘটবে৷
advertisement
13/18
এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি সরে গেলে পশ্চিমবঙ্গেরও তাপমাত্রা পতনের বিষয়টি দ্রুত শুরু হবে৷ কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খানিকটা কম হলেও এখনও পুরোপুরি শুষ্ক হাওয়া ঢুকতে পারছে না৷
advertisement
14/18
আগামী ১৩ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে Squally weather অর্থাৎ হঠাৎ হঠাৎ দ্রুত গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে৷ এই সময়ের মধ্যে হাওয়ার গড় গতিবেগ থাকবে ৩৫-৪৫ কিমি প্রতি ঘণ্টা৷ অন্যদিকে গাস্টিং স্পিড থাকবে ৫৫ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
15/18
হাতে আর মাত্র তিনদিন। তারপরেই রাজ্যে হাওয়া বদল। পারদ নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
16/18
উইকেন্ডে শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হবে বেশ কিছুটা। ১৫ নভেম্বর শুক্রবার থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই নামবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও।
advertisement
17/18
রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় মূলত পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
advertisement
18/18
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। এবং সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। এই সপ্তাহেই নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে ৷ এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Low Pressure over Bay Of Bengal: আশঙ্কাই সত্যি হয়ে গেল, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ৪৮ ঘণ্টা বৃষ্টির দাপট, বাংলায় ফের আটকে শীত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল