Cold Alert in Bengal: ঝপঝপ করে পারদ পতন, কোথাও কুয়াশা, কোথাও ঝকঝকে আকাশ, শীতের খেলায় হাড় হিম জেলায়, জেলায়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Cold Alert in Bengal: আগামী ৪৮ ঘণ্টায় বাংলার আবহাওয়ায় বড় বদল৷ উত্তরে আগেই ঠান্ডা এলেও দক্ষিণে এবার হবে শীতের নাচন শুরু
advertisement
1/8

এখনও সাগরে একের পর এক ওয়েদার চ্যানেল তৈরি হয়ে চলেছে৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চলের কথা জানিয়েছে IMD। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে এই সিস্টেমটি আগামী ২৪ ঘন্টায় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা।
advertisement
2/8
আগামী কয়েক ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে নিম্নচাপটি। ১৩ ডিসেম্বর তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল জুড়ে বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত (৭ সেন্টিমিটারের বেশি) হতে পারে, ১১ এবং ১২ ডিসেম্বর বিচ্ছিন্ন ভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/8
আগামী ৪৮ ঘণ্টায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। তবে আগামী সাতদিনে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বঙ্গজুড়ে। বুধবার থেকে রাজ্যজুড়ে পারদ পতনের সম্ভাবনা। ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং,মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নীচে।
advertisement
4/8
মালদহ: কুয়াশার সতর্কতা জারি সঙ্গে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমল আরও ১ ডিগ্রি। এদিকে গতকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ।
advertisement
5/8
কনকনে ঠান্ডা মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দিনভর সূর্যের দেখা নেই। সঙ্গে বইছে উত্তুরে হাওয়া।সকাল থেকে কুয়াশাচ্ছন্ন চারদিকে।
advertisement
6/8
গতকাল জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। জেলাগুলির সার্বিক তাপমাত্রাও কমেছে। ফলে কনকনে ঠান্ডা আরও বাড়ছে।
advertisement
7/8
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। বাড়ছে কুয়াশার দাপট।
advertisement
8/8
চলতি সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সঙ্গে সপ্তাহব্যাপী আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।