TRENDING:

ISKCON  Govardhan Puja: গোবর্ধন পুজোর এলাহি আয়োজন, ১০৮ পদের ব্যঞ্জন দেওয়া হয় পুজোয়, রইল ফটো

Last Updated:
ISKCON  Govardhan Puja: ধুমধাম করে শিলিগুড়ির ইসকনে পালিত হল গোবর্ধন পুজো
advertisement
1/5
গোবর্ধন পুজোর এলাহি আয়োজন, ১০৮ পদের ব্যঞ্জন দেওয়া হয় পুজোয়, রইল ফটো
শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে রক্ষা করতে গোবর্ধন পর্বত আঙুলে তুলে নিয়েছিলেন। পুরাণ অনুযায়ী, ইন্দ্রের কোপ থেকে রেহাই পেতে বৃন্দাবনবাসী আশ্রয় নেন এই পর্বতের নীচে। সেজন্য আজও ধুমধামের সঙ্গে পালন করা হয় গোবর্ধন উৎসব।
advertisement
2/5
প্রসঙ্গত, মথুরা-বৃন্দাবন সহ দেশের বিভিন্ন অংশে দীপাবলীর উৎসবের অঙ্গ হিসেবে পালিত হয় গোবর্ধন পুজো। হিন্দু পুরাণ অনুযায়ী দীপাবলীর পরের দিন গিরি গোবর্ধন কে আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। এই ঘটনা ভক্তের বিপদে ভগবান কিভাবে এগিয়ে আসেন তার উদাহরণ বলে মনে করা হয়।
advertisement
3/5
শিলিগুড়ির ইসকন মন্দিরে ১০৮ রকমের পদ দিয়ে সাজানো হয়েছে গোবর্ধন পর্বত। যেখানে ছিল পোলাও, মিষ্টি, পকোড়া, পায়েস, পনিরের তরকারি, ছানার তরকারি সহ বিভিন্ন ধরনের খাবার। এই সমস্ত খাবার গোবর্ধন পর্বতের মতো করে সাজিয়ে ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়। দুই আড়াই হাজার ভক্তের জন্য প্রসাদ তৈরি করা হয়েছে ।
advertisement
4/5
যা দুপুরে পুজো শেষে ভক্তদের দেওয়া হয়। শুধু মন্দিরে তৈরি প্রসাদই নয়, এই উৎসবে অনেক কৃষ্ণভক্ত বাড়ি থেকে ভগবানের জন্য নানান খাবারবানিয়ে আনেন। বাড়ির সুখসমৃদ্ধির জন্য এই পুজোর আয়োজন করা হয়।
advertisement
5/5
শিলিগুড়ি সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে এদিন মন্দিরে উপস্থিত হন। ইসকনের জনসংযোগ অধিকর্তা নামকৃষ্ণ দাস বলেন, 'কৃষ্ণভক্তদের কাছে দিনটির গুরুত্ব অনেক। মহা ধুমধাম করে পালিত হলো গোবর্ধন পুজো। ১০৮ রকমের ভোগ নিবেদন করা হয়। গোবর্ধন পুজোর মাহাত্ম্য প্রবচন করেন ইসকন মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় দাস। সবার শেষে প্রাসাদ দেওয়া হয় সকলকে।'
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ISKCON  Govardhan Puja: গোবর্ধন পুজোর এলাহি আয়োজন, ১০৮ পদের ব্যঞ্জন দেওয়া হয় পুজোয়, রইল ফটো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল