Alipurduar News: বাঘের পর এবারে বক্সা জঙ্গলে দেখা মিলল 'ক্লাউডেড লেপার্ড'... সামনে এল তার ছবি
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
রয়্যাল বেঙ্গল টাইগারের পর বক্সা জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় দেখা মিলল ক্লাউডেড লেপার্ডের। যা দেখে দ্বিগুণ আনন্দিত বক্সা কর্তৃপক্ষ। ক্লাউডেড লেপার্ড একটি বিরল প্রাণী।
advertisement
1/5

রয়্যাল বেঙ্গল টাইগারের পর বক্সা জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় দেখা মিলল ক্লাউডেড লেপার্ডের। যা দেখে দ্বিগুণ আনন্দিত বক্সা কর্তৃপক্ষ। ক্লাউডেড লেপার্ড একটি বিরল প্রাণী।
advertisement
2/5
বক্সা বাঘ বনে এই লেপার্ড ঘুরছে যা বক্সা জঙ্গলের বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করছে বলে জানাচ্ছেন ডিএফডি হরিকৃষ্ণন পিজে। তিনি এদিন ক্লাউডেড লেপার্ডের ছবিটি সকলের সামনে এনেছেন।বক্সা জঙ্গলের পশ্চিম ভাগে দেখা গিয়েছে এটিকে।
advertisement
3/5
ক্লাউডেড লেপার্ডের পশম গাঢ় ধূসর বা গেরুয়া রঙের হয়। যা প্রায়শই কালো এবং গাঢ় ধূসর রঙের দাগ দ্বারা ঢাকা থাকে। মাথায় কালো দাগ থাকে এবং কান কালো থাকে। চোখের কোণ থেকে গালের উপর, মুখের কোণ থেকে ঘাড় পর্যন্ত এবং ঘাড় বরাবর কাঁধ পর্যন্ত আংশিকভাবে মিশে যাওয়া ডোরাকাটা দাগ থাকে।
advertisement
4/5
ক্লাউডেড লেপার্ড নেপাল , ভুটান এবং ভারতের হিমালয়ের পাদদেশ থেকে মায়ানমার , দক্ষিণ-পূর্ব বাংলাদেশ , থাইল্যান্ড , উপদ্বীপীয় মালয়েশিয়া এবং চীনের ইয়াংজি নদীর দক্ষিণে পাওয়া যায়।ভারতে, এটি সিকিম , উত্তর পশ্চিমবঙ্গ , ত্রিপুরা , মিজোরাম , মণিপুর , অসম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ রাজ্যে উপ-ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায় ।
advertisement
5/5
সিকিমে, ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে খাংচেন্ডজোঙ্গা বায়োস্ফিয়ার রিজার্ভে দেখা গিয়েছিল। মানস জাতীয় উদ্যানে ২০১০ থেকে ২০১১ পর্যন্ত শুমারির সময় ১৬টি ক্লাউডেড লেপার্ড রেকর্ড করা হয়েছিল।বনকর্মীদের অনুমান ভুটান থেকে এই বক্সা জঙ্গলে এসেছে ক্লাউডেড লেপার্ডটি।
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাঘের পর এবারে বক্সা জঙ্গলে দেখা মিলল 'ক্লাউডেড লেপার্ড'... সামনে এল তার ছবি