১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা কেজি দরের বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে তাঁদের স্টলে। পাশাপাশি রয়েছে একাধিক বিশেষ ও ব্যতিক্রমী খাদ্যসামগ্রীর সম্ভার। এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য রিনা মার্ডি জানান, “লিচু, সরষে ও কালোজিরা। এই ধরনের বিভিন্ন মধু আমরা নিজেরাই জৈবিক পদ্ধতিতে তৈরি করি। কোনওরকম ভেজাল ব্যবহার করা হয় না। উৎপাদনের পর প্যাকেজিং করে বাজারজাত করা হয়। এতে ভালই আয় হয়।”
advertisement
এক ক্রেতা পায়েল রায় জানান, “জৈবিক পদ্ধতিতে তৈরি খাদ্যসামগ্রী পাওয়া যায় বলেই এখানে এসেছি। মহিলারাই নিজের হাতে পণ্য তৈরি করে বিক্রি করছেন। এটা সত্যিই প্রশংসনীয়। কালোজিরার মধু আগে কখনও খাইনি, এই প্রথম কিনলাম। আশা করছি এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মালদহের সৃষ্টিশ্রী মেলায় হস্তশিল্পীদের পাশাপাশি নানা ধরনের খাদ্যসামগ্রী নিয়ে হাজির ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তবে শুধুমাত্র মেলাতেই নয়, সারা বছর ধরেই মালদহ শহরের মাধবনগর এলাকায় অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্টলে এই মহিলারা নিজেদের হাতে তৈরি খাদ্যপণ্য বিক্রি করে থাকেন। মহিলাদের এই উদ্যোগকে নারীশক্তির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই।





