TRENDING:

Leopard Accident : রাস্তার পাশে বেঘোরে পড়েছিল কমবয়স্ক লেপার্ড, দেখতে পর্যটকরা যা করলেন, খুশি বন দফতর

Last Updated:
Leopard Accident : আহত লেপার্ড উদ্ধার। সড়কের ধারে আহত অবস্থায় পড়ে ছিল একটি লেপার্ড। গাড়ির চালক এবং পর্যটকরা দেখে বন কর্মীদের খবর দিলে উদ্ধার হয় লেপার্ডটি।
advertisement
1/5
রাস্তার পাশে বেঘোরে পড়েছিল লেপার্ড, ভয় না পেয়ে পর্যটকরা কী করল দেখুন
সড়কের ধার থেকে আহত এক লেপার্ডকে উদ্ধার করলেন বনকর্মীরা। এদিন রাতে হাসিমারা ও মাদারিহাটের মাঝে সড়কের ধারে আহত অবস্থায় পড়ে ছিল একটি লেপার্ড। অন্যান্য গাড়ির চালক এবং পর্যটকরা দেখে বন কর্মীদের খবর দিলে উদ্ধার করা হয় লেপার্ডটি। চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। <strong>(ছবি ও তথ্য় - অনন্যা দে)</strong>
advertisement
2/5
গতকাল মঙ্গলবার রাতে প্রধান সড়কের ধারে দেখা যায় লেপার্ডটিকে। বন কর্মীদের অনুমান, সম্ভবত কোনও গাড়ির ধাক্কায় আহত হয়েছিল লেপার্ডটি। বন কর্মীরা পর্যটক এবং গাড়ির চালকদের ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
3/5
লেপার্ডটি বয়সে ছোট। বনকর্মীরা মনে করছেন, রাস্তা পারাপার করার সময় কোনও গাড়ি সেটিকে ধাক্কা দেয়। যার ফলে সড়কের ধারে পড়েছিল লেপার্ডটি। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বন্যপ্রাণী রাস্তার ধারের জঙ্গলে চলে এসেছে ভয়ে।
advertisement
4/5
জলদাপাড়ার জঙ্গলে বেশি দেখা গিয়েছে বন্যপ্রাণীদের অস্তিত্ব সংকট। এই বন্যপ্রাণীগুলি গভীর জঙ্গলে যাবে, তবে তা সময় সাপেক্ষ বিষয়। এই অবস্থায় বন দফতরের পক্ষ থেকে গাড়ির চালকদের সতর্কতা বজায় রেখে গাড়ি চালাতে বলা হচ্ছে।
advertisement
5/5
মাদারিহাট ও হাসিমারার মাঝে এই রাস্তায় বন্যপ্রাণীরা দুর্ঘটনা কবলিত হয়। দুমাস আগেও একটি লেপার্ডের মৃত্যু হয়েছিল গাড়ির ধাক্কায়। বন কর্মীদের টহলদারি চাইছেন প্রকৃতিপ্রেমীরা। <strong>(ছবি ও তথ্য় - অনন্যা দে)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Leopard Accident : রাস্তার পাশে বেঘোরে পড়েছিল কমবয়স্ক লেপার্ড, দেখতে পর্যটকরা যা করলেন, খুশি বন দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল