TRENDING:

Laxmi Puja 2024 price hike: লক্ষ্মীপুজো আসতেই অগ্নিমূল্য বাজার! পুজোর কেনাকাটা করতেই হাত পুড়ছে বাঙালির

Last Updated:
Laxmi Puja 2024 Price Hike: বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত প্রতিটা বাড়িতেই পালিত হয়ে থাকে। তার আগে অগ্নিমূল্য বাজার। পুজোর আগে অতিবৃষ্টির কারণে এবছরের দুর্গা পুজোতেও সবজি এবং ফলের বাজার অগ্নিমূল্য।
advertisement
1/6
লক্ষ্মীপুজো আসতেই অগ্নিমূল্য বাজার! পুজোর কেনাকাটা করতেই হাত পুড়ছে বাঙালির
দক্ষিণ দিনাজপুর: বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত প্রতিটা বাড়িতেই পালিত হয়ে থাকে। তার আগে অগ্নিমূল্য বাজার। পুজোর আগে অতিবৃষ্টির কারণে এবছরের দুর্গা পুজোতেও সবজি এবং ফলের বাজার অগ্নিমূল্য। সেই ছোঁয়া রয়েছে লক্ষ্মীপুজোতেও। প্রতীকী ছবি।
advertisement
2/6
দাম জিজ্ঞাসা করতেই চক্ষু চড়কগাছ। জিনিস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে জনতার। দর এত বেশি হওয়ার ফলে অল্পস্বল্প বাজার সেরে সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। প্রতীকী ছবি।
advertisement
3/6
প্রসঙ্গত, বালুরঘাট শহর সাংস্কৃতিক শহর হিসেবে চিহ্নিত। আর এই সাংস্কৃতিক শহরে ষষ্ঠী পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো সবকিছুতেই রয়েছে একটু ভিন্ন ধরনের ছোঁয়া। অন্যান্য বারের তুলনায় বালুরঘাট শহরের সেই চেনা দৃশ্য উধাও হয়ে গিয়েছে। বালুরঘাট শহরের বাজার ও তহবাজারের পুজোর বাজার করতে ভিড় আগের বছরের তুললায় অনেকটাই কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। প্রতীকী ছবি।
advertisement
4/6
লক্ষ্মী পুজোর বাজার করতে সবজি, ফল, ফুল ও সাজ সরঞ্জাম কিনতে হাত পুড়ছে বাঙালির। দাম বেড়েছে শশা, আতপ চাল-সহ বহু জিনিসের। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা। প্রতীকী ছবি।
advertisement
5/6
আপেল ২০০ টাকা কেজি, শশা ১০০ টাকা কেজি, পানি ফল ৪০০ টাকা কেজি, ছোট ডাব ৫০ থেকে ১০০ টাকা পিস, পেয়াঁজ ৬০ টাকা কেজি, বেগুন ১২০ টাকা কেজি, কাঁচা লঙ্কা ১৬০ টাকা কেজি, কুঁড়ি পদ্ম বিক্রি হচ্ছে ৪০- ৫০ টাকায়। প্রতীকী ছবি।
advertisement
6/6
এমনকি রেডিমেড নাড়ু, মোয়াই এবার মধ্যবিত্তের সম্বল। গুড়, নারকেল কিনে বাড়িতে বানাতে গেলে খরচ অনেক বেশি। তাই নম নম করে পুজোটা সারতে চাইছেন সকলেই। বলা যেতে পারে অগ্নিমূল্যের বাজারে ধনসম্পদের দেবীর পুজোয় অর্থ সঙ্কটই বড় সমস্যা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Laxmi Puja 2024 price hike: লক্ষ্মীপুজো আসতেই অগ্নিমূল্য বাজার! পুজোর কেনাকাটা করতেই হাত পুড়ছে বাঙালির
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল