TRENDING:

Kharna Chhath Puja: নির্জলা উপবাস, চৈত্র ছট পুজোর আগে আলিপুরদুয়ারে পালিত হল খরনা পুজো

Last Updated:
Kharna Chhath Puja: পালিত হল খরনা পুজো। ব্রতীরা এদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যায় এই পুজো পালন করলেন।
advertisement
1/5
নির্জলা উপবাস, চৈত্র ছট পুজোর আগে আলিপুরদুয়ারে পালিত হল খরনা পুজো
চৈত্র মাসের ছট পুজোর আগে পালিত হল খরনা পুজো। নিয়মরীতি মেনে হিন্দি ভাষী সম্প্রদায়ের মহিলারা খরনা পুজোর দ্বিতীয় দিনে এই পুজো করলেন। কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় দেখা গেল এই পুজো হতে।
advertisement
2/5
খরনা পুজোর দিন সারাদিন নির্জলা উপবাস রাখেন ব্রতীরা। বিকেলে স্নান করে সূর্যের পুজো করা হয়। এরপর মাটির উনুন তৈরি করে তাতে বানিয়ে নিতে হয় প্রসাদ। এই প্রসাদ দিতে হয় ছট মায়ের উদ্দেশ্যে।
advertisement
3/5
ধর্মীয় বিশ্বাস অনুসারে খরনা পুজো মনের পবিত্রতার জন্য পালন করা হয়। খরনা ছট পুজোর একটি গুরুত্বপূর্ণ দিন। অন্তরের পরিছন্নতার উপর জোর দেওয়া এই পুজোর মূল উদ্দেশ্য।
advertisement
4/5
খরনা পুজোয় প্রসাদ হিসেবে দেওয়া হয় রুটি, ক্ষীর ও ফল। একটি কলাপাতার উপর ১০ টি ভোগ সাজিয়ে দেওয়া হয়। এরপর ঘট পেতে ফুল দিয়ে পুজো করা হয়। পুজোর পর ভোগ সকলকে দেওয়া হয়।
advertisement
5/5
খরনা পুজো নিয়ে সুনিতা সাহা নামের এক ব্রতী জানান, "কার্তিক মাসের ছট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই চৈত্র মাসের ছট আমাদের কাছে মাহাত্ম্য রাখে। খরনা পুজো আমরা প্রতি ছট পুজোয় পালন করি। এবারেও তার অন্যথা হয়নি।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Kharna Chhath Puja: নির্জলা উপবাস, চৈত্র ছট পুজোর আগে আলিপুরদুয়ারে পালিত হল খরনা পুজো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল