Kanchenjunga from Darjeeling: সরে গেল মেঘের চাদর, আস্তে আস্তে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এল, সূর্যোদয়ের অপরূপ রূপে পাগল ট্যুরিস্টরা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Kanchenjunga from Darjeeling: হঠাৎ করে তাকে দেখেই থমকে দাঁড়াচ্ছে পর্যটকেরা! পকেট থেকে বেরিয়ে আসছে মোবাইল ফোন!
advertisement
1/6

: শীতের শুরুতে আকাশ হালকা পরিষ্কার হতেই শৈল শহর দার্জিলিং এর বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বরাবরই এই কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে উপভোগ করতেই দার্জিলিংয়ে ছুটে আসে পর্যটকেরা।
advertisement
2/6
নভেম্বরের শুরুতে আকাশ পরিস্কার না থাকায় তেমন ভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছিল না তবে তবে বর্তমানে নীল সাদা আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে বেজায় খুশি পর্যটকেরা।
advertisement
3/6
শৈল শহরের বিভিন্ন রাস্তায় দাঁড়ালেই মেঘেদের ফাঁকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইতিমধ্যেই শীতের আমেজ উপভোগ করতে শৈল শহরে ভিড় জমিয়েছে প্রচুর পর্যটক।
advertisement
4/6
এই প্রসঙ্গে পাহাড়ে ঘুরতে আসা এক পর্যটক সুপর্না চন্দ বলেন সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে গেল, দার্জিলিংয়ে আশার মূল উদ্দেশ্যই হলো দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা কে দেখবো বলে, আর এবার আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘাকে দারুন ভাবে উপভোগ করতে পারলাম।
advertisement
5/6
অন্যদিকে সুদূর ফ্রান্স থেকে আসা এক পর্যটক থমাস বলেন এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সত্যিই অসাধারণ দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরে মন মুগ্ধ হয়ে গেল।
advertisement
6/6
শৈল শহরের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে সাদা বরফের চাদরের মোরা ঘুমন্ত উদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে পর্যটকদের কাছে ধরা দিয়ে থাকে সকলের আবেগ সকলের ভালোবাসার কাঞ্চনজঙ্ঘা। Input- Sujoy Ghosh