বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যাওয়ার চিন্তা শেষ! চোরের হাত বাঁচাবেন কীভাবে? দুর্দান্ত টোটকা বলে দিলেন পুলিশ সুপার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পুজোর আনন্দে ফাঁকা বাড়ি চোরের হাত থেকে বাঁচাতে মেনে চলুন এই কাজ! ঘুরতে পারবেন শান্তিতে! পুজোর আনন্দে মেতে উঠবেন সবাই আর ক'দিন পর থেকেই।
advertisement
1/5

পুজোর আনন্দে ফাঁকা বাড়ি চোরের হাত থেকে বাঁচাতে মেনে চলুন এই কাজ! ঘুরতে পারবেন শান্তিতে! পুজোর আনন্দে মেতে উঠবেন সবাই আর ক'দিন পর থেকেই। কিন্তু মনে একটা চিন্তা থেকেই যায় এই বুঝি চোরের দল তালাবন্ধ ঘর ফাঁকা না করে যায়। এবার এর হাত থেকে বাঁচতে উপায় বাতলালেন জেলার পুলিশ সুপার।
advertisement
2/5
জলপাইগুড়ি জেলা পুলিশ পুজো গাইড ম্যাপের উদ্বোধনের সঙ্গে সাধারণ মানুষের কাছে একটা পরামর্শ দেওয়া হয় যে আপনি দুর্গা পুজোতে বাইরে ঘুরতে যাচ্ছেন তাহলে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করবেন না। পুলিশ সুপার উমেশ গণপত খণ্ডবহালে জানান, ভুলেও কেউ ঘুরতে যাওয়ার পোস্ট দেবেন না সোশ্যাল মিডিয়ায়। আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়িতে প্রকাশ করা হল দুর্গা পুজোর গাইড ম্যাপ। জলপাইগুড়ির ১৮ টি বড় পুজোর মধ্যে কীভাবে যাবেন পুলিশ পরিষেবা থেকে শুরু করে সহজেই মণ্ডপে পৌঁছতে পারবেন সমস্ত থাকবে এই প্রতিবেদনে।
advertisement
3/5
জলপাইগুড়িতে শহরে বড় পুজোর মধ্যে রয়েছে আসাম মোর রিক্রেশন ক্লাব, শহরতলী নেতাজি সংঘ, পুরাতন পুলিশ লাইন, দিশারী ক্লাব, মুহুরিপাড়া, বামুনপাড়ায় ইবক সংঘ, জাগ্রত সংঘ, তরুন দল ,কদমতলা দুর্গাবাড়ি, পান্ডা পাড়া সর্বজনীন, আর্জি পার্টি নতুন নতুন পাড়া, বাবু পাড়া, রায়কোট পাড়া বারোয়ারী, অগ্রণী সংঘ পাতকাটা, পাটকাটা কালচারাল ক্লাব ও পাঠাগার, গোল ঘুমটির রেক্রুটেশন ক্লাব মোহিতনগর , নেতাজি ক্লাব ও পাঠাগার মোহিতনগর।
advertisement
4/5
পুলিশ পরিষেবার জন্য রয়েছে হেল্পলাইন নম্বর এবং রয়েছে কন্ট্রোল রুম নম্বর পুলিশ কন্ট্রোল রুম জলপাইগুড়ি, 9147889180, pink police control room- 914789539 , Maynaguri -9147890536, Dhupguri. -9147890583, mal - 9147890538.
advertisement
5/5
এবছর জলপাইগুড়ি জেলায় মোট ৮৯১টি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর পুজো অনুদান প্রদান করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের আধিকারিকরা। এদিন কোতোয়ালি থানা এলাকার ২০টি পুজো কমিটির সদস্যদের হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়।