Durga Puja 2025: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোর নির্ঘণ্ট, জেনে নিন অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সঠিক সময়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja 2025: জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজার অষ্টমী ও নবমীর পুজো ভোর ৫:৪০ মিনিটে শুরু। কুমারী পূজা সকাল ৯টায় এবং সন্ধিপূজা পৌনে ৬টায় অনুষ্ঠিত হবে।
advertisement
1/5

জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপুজো শহরবাসীর কাছে এক আবেগ। কোন রীতি নিয়মে, কবে, কোন সময় রয়েছে পুজো? তথ্য জানুন বিস্তারিত! অষ্টমী ও নবমীতে ভোর ৫টা ৪০ মিনিটে শুরু হবে পুজো। ভক্তদের জন্য এই সময়ে মন্দির প্রাঙ্গণে এক অন্য আধ্যাত্মিক আবহ তৈরি হবে। মন্ত্রোচ্চারণ আর ধূপধুনোর গন্ধে ভরে ওঠে পুরো আশ্রম। ভোর থেকেই ভক্তদের ভিড় জমে যায় পুজো দেখার জন্য।
advertisement
2/5
অষ্টমীর অন্যতম আকর্ষণ সকাল ৯টায় কুমারী পুজা। ছোট্ট কুমারী কন্যার মধ্যেই পূজিত হন দেবী মহামায়া। বহু দর্শনার্থী এই মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমান। ভক্তদের বিশ্বাস, কুমারী পুজো দর্শন করলে জীবনে শান্তি আর আশীর্বাদ লাভ হয়।
advertisement
3/5
অষ্টমীর সন্ধ্যায়, ঠিক পৌনে ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। ঢাকের তালে আর অঞ্জলির মন্ত্রপাঠে ভরে উঠবে আশ্রম। এই সময় আশ্রম চত্বরে গড়ে ওঠে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ। আলোর ঝলকানি আর ভক্তদের ভিড় যেন পুজোকে আরও মহিমান্বিত করে তোলে।
advertisement
4/5
মহানবমীর পুজা ভোর ৫টা ৪০ মিনিটে শুরু হবে। পুজার পর অনুষ্ঠিত হবে দেবীর হোম ও ভোগ আরতি। প্রতিবছর পবিত্র অগ্নিকুণ্ডের সামনে ভক্তদের ভিড় জমে যায়। দেবীর হোমে অংশগ্রহণ করলেই পাপ মুক্তি ও শুভ ফল লাভ হয় বলেই বিশ্বাস।
advertisement
5/5
দশমীর দিন সকাল ৬টায় পুজা দিয়ে শুরু হবে কার্যক্রম। শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সম্পন্ন হবে প্রতিমা নিরঞ্জন। শান্তি জল প্রদানের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মায়ের প্রতিমা নিরঞ্জন হলেও ভক্তদের মনে থেকে যায় গভীর শান্তি ও ভক্তিভাবের আবেশ!