ভোরের গর্জনে চমকে গেলেন শ্রমিকরা! টোপ ছিল ছাগল, চা বাগানে হঠাৎ কী ধরা পড়ল জানেন?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ভোরে শ্রমিকরা হঠাৎই গর্জন শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন খাঁচার মধ্যে আটকে রয়েছে লেপার্ড। খবর পৌঁছয় বন দফতরের কাছে।
advertisement
1/4

অবশেষে বন্দি এলাকার ত্রাস! জলপাইগুড়ির মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে অবশেষে ধরা পড়ল পূর্ণবয়স্ক এক লেপার্ড। গত কয়েক মাস ধরে চাবাগানে আতঙ্ক ছড়াচ্ছিল এই লেপার্ড। গ্রামবাসী ও শ্রমিকদের গৃহপালিত পশু বারবার শিকার হয়ে যাচ্ছিল। বন দফতরের উদ্যোগে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হয়। <strong>(ছবি ও তথ্য : সুরজিত দে)</strong>
advertisement
2/4
শ্রমিকদের দাবি, সন্ধ্যা নামলেই বাগান চত্বরেই ঘোরাঘুরি করত লেপার্ড। ছাগল, শুকোর থেকে শুরু করে ছোট বাছুর – কিছুই রক্ষা পেত না। এমনকি দিনের আলোতেও শ্রমিকরা লেপার্ডকে দেখেছেন বলে জানিয়েছেন। তাই শ্রমিকরা বাগানে নামতে ভয় পাচ্ছিলেন। <strong>(ছবি ও তথ্য : সুরজিত দে)</strong>
advertisement
3/4
প্রায় তিন দিন আগে চা বাগানের ৩ নম্বর সেকশনে খাঁচা পাতা হয়েছিল। বুধবার ভোরে শ্রমিকরা হঠাৎই গর্জন শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন খাঁচার মধ্যে আটকে রয়েছে লেপার্ড। খবর পৌঁছয় বন দফতরের কাছে। দ্রুত পৌঁছে যায় দল। <strong>(ছবি ও তথ্য : সুরজিত দে)</strong>
advertisement
4/4
তবে শ্রমিকদের অভিযোগ, শুধু একটি নয় আরও লেপার্ড আছে এলাকায়। তাদের দাবি, আবারও খাঁচা পাতা হোক চা বাগানের ভেতর। কারণ তারা এখনও কাজ করতে ভয় পাচ্ছেন প্রতিদিনের মতো। বন দফতরও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। <strong>(ছবি ও তথ্য : সুরজিত দে)</strong>