Jalpaiguri News: বড়বাজারে বিধ্বংসী আগুন লাগার পর কড়া সতর্ক জলপাইগুড়ি প্রশাসন, হোটেলে দমকলের হানা, তারপর যা হল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: সোমবার জেলার বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকলের অতর্কিত অভিযান চালানো হয় শহরের বেশ কয়েকটি হোটেলে। সুষ্ঠুভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা সবকটি হোটেলে রয়েছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখেন যৌথ পরিদর্শনকারি দল।
advertisement
1/5

কলকাতার বড়বাজারের এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর পর নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন।
advertisement
2/5
সোমবার জেলার বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকলের অতর্কিত অভিযান চালানো হয় শহরের বেশ কয়েকটি হোটেলে। সুষ্ঠুভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা সবকটি হোটেলে রয়েছে কি না তা সরোজমিনে খতিয়ে দেখেন যৌথ পরিদর্শনকারি দল।
advertisement
3/5
অনেক হোটেলে পানশালা থাকলেও তার লাইসেন্স আছে কি না সেগুলিও খতিয়ে দেখেন।দমকল ও প্রশাসনের তরফে একাধিক হোটেলে বিভিন্ন বিষয়ে খামতির কথা স্বীকার করা হয়েছে।
advertisement
4/5
আগুন লাগলে কিভাবে কি করতে হবে তা দমকল পরে মকড্রিল করে দেখিয়ে দেবেন।যে কয়েকটি হোটেলের ব্যবস্থাপনায় খামতি নজরে এসেছে তাদের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে শীঘ্রই নোটিশ করা হবে।
advertisement
5/5
কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সদা প্রস্তুত অগ্নি নির্বাপক দফতর।