TRENDING:

Indian Railways: বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার-এনজেপি ভিস্তাডোম ট্রেন! কত দিন? পর্যটনের ভরা মরশুমেও কেন এমন সিদ্ধান্ত নিল রেল

Last Updated:
Indian Railways: পর্যটনের মরশুমে ১০ দিনের জন্য বন্ধ করা হল নিউ জলপাইগুড়ি থেকে অলিপুরদুয়ার জংশনগামী 'টুরিস্ট স্পেশ্যাল' ট্রেন। ভিস্তাডোম কোচ নিয়ে আর ট্রেনটি ছুটবে না। ১০ দিন পর আদৌ সেই ট্রেন চলবে কী না, তা নিয়েও রয়েছে সংশয়।
advertisement
1/5
বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার-এনজেপি ভিস্তাডোম ট্রেন! কত দিন? কেন এমন সিদ্ধান্ত নিল রেল
ট্রেনে দিন দিন কমেই চলছিল যাত্রী সংখ্যা, অবশেষে পর্যটনের মরশুমে ১০ দিনের জন্য বন্ধ করা হল নিউ জলপাইগুড়ি থেকে অলিপুরদুয়ার জংশনগামী 'টুরিস্ট স্পেশ্যাল' ট্রেন। ১০ দিন পর আদৌ সেই ট্রেন চলবে কী না, তা নিয়েও রয়েছে সংশয়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
গত ১১ ডিসেম্বর থেকে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই টুরিস্ট স্পেশ্যাল ট্রেন বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কথা মাথায় রেখে গত ২০২১ সালের ২৮ অগাস্ট থেকে যাত্রা শুরু করে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের প্রথম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের। ট্রেন চালুর শুরুর দিকে পর্যটকদের নজর কাড়ে ট্রেনে থাকা ভিস্তাডোম কোচ।
advertisement
3/5
আর সেখানে থাকা বড় বড় কাচের জানলা দিয়ে ডুয়ার্সের নানা চা বাগান, নদী, চাপড়ামারি, বক্সা, জলদাপাড়ার মতো জঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারতেন পর্যটকেরা। পাশাপাশি, ভিস্তাডোম কোচের আসনগুলোও ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরত, ফলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতারও সাক্ষী হতেন পর্যটকেরা।
advertisement
4/5
শুরুর দিন সপ্তাহে মাত্র দুদিন এই ট্রেন চললেও, শুরুর দিকে পর্যটকদের ব্যাপক সাড়া মেলায় ওই ২০২১ সালের নভেম্বর থেকেই সপ্তাহের প্রতিদিন চলত এই ট্রেনটি। তবে এরপর থেকেই ধীরে ধীরে কম হতে থাকে ট্রেনের যাত্রী সংখ্যা। প্রায় হাতে গোনা কয়েকজন যাত্রী দিয়েই প্রতিদিন নিউ জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের একাধিক চা বাগান ও জঙ্গলের বুক চিড়ে অলিপুরদুয়ার জংশন পর্যন্ত চলত এই ট্রেন।
advertisement
5/5
এমন অবস্থায় বিকল্প রুটে ট্রেনটি চালানোরও পরিকল্পনা করেছিল রেল। তবে এর মাঝেই অবশেষে এই যাত্রী কম হওয়ার কারণেই এবার টুরিস্ট স্পেশ্যাল ভিস্তাডোমটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। এ বিষয়ে বিষয়ে উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, "এই পর্যটনের মরশুমে বহু পর্যটক ট্রেনে যাতায়াত করলেও, এই টুরিস্ট স্পেশ্যালে খুব বেশি পর্যটকেরা আসছেন না। ফলে ট্রেনটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে।" (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার-এনজেপি ভিস্তাডোম ট্রেন! কত দিন? পর্যটনের ভরা মরশুমেও কেন এমন সিদ্ধান্ত নিল রেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল