Indian Railways: নীচে ফুঁসছে তিস্তা, আচমকা তিস্তা-তোর্সার চেন টেনে জল্পেশযাত্রীরা এ কী করলেন? পুলিশ ধরল ৮ জনকে
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Indian Railways: জল্পেশ মন্দিরে যাওয়ার পথে সবেমাত্র চেন টেনেছিলেন পুণ্যার্থীরা, হাতেনাতে পেলেন শিক্ষা। পুলিশ যা করল, ভাবতে পারবেন না।
advertisement
1/5

তিস্তা সেতুর উপর বিপজ্জনক যাত্রা। তিস্তা নদীর রেল সেতুর উপর দাঁড় করানো হল (১৩১৪২) ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস। অভিযোগ, চেন পুলিং করে ট্রেন থামিয়ে নেমে পড়লেন আটজন পুণ্যার্থী। এই ঘটনায় রেল কর্তৃপক্ষ চরম উদ্বিগ্ন।
advertisement
2/5
আটক আট জল্পেশ যাত্রীআলিপুরদুয়ার ও কোচবিহার জেলার পুন্ডিবাড়ির সাজেরপার ও ঘোকষাডাঙ্গা এলাকা থেকে আগত আট যুবককে জলপাইগুড়ি রোড আরপিএফ আটক করেছে। ট্রেন থেকে ঝুঁকি নিয়ে নামার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
3/5
রাত জেগে ট্রেন থামিয়ে নেমে পুজোতে যাত্রা। বিপদসীমার কাছাকাছি থাকা তিস্তা নদীর উপর ট্রেন থামিয়ে অনেকেই জল ঢালতে যাচ্ছেন জল্পেশ মন্দিরে। চেন পুলিংয়ের কারণে শুধু ট্রেন চলাচল ব্যাহত নয়, যাত্রীরাও পড়ছেন বিপদে।
advertisement
4/5
রেলের সতর্কতা ও সময়সীমা বৃদ্ধি ময়নাগুড়ি, দোমহনী ও জলপাইগুড়ি রোড স্টেশনে জল্পেশ পুণ্যার্থীদের কথা মাথায় রেখে বাড়ান হয়েছে ট্রেনের স্টপেজ টাইম। রেল বারবার অনুরোধ করছে, যেন যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রেন থামিয়ে না নামেন।
advertisement
5/5
আরপিএফ-এর বার্তা ও কড়া নজরদারি। রেলপথ সুরক্ষা বাহিনীর ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানিয়েছেন, নিরাপত্তা রক্ষার্থে নজরদারি বাড়ানো হয়েছে। এই ধরনের বিপজ্জনক কাজ যে কোনও সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে, এমনটাই সতর্ক বার্তা আরপিএফের।