West Bengal News: তুরস্ক থেকে রাজ্যে আসত বিশেষ জিনিস, দেদার চলত ব্যবসা! পাকিস্তানকে সমর্থন জানাজানি হতেই যা ঘটল...
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
India Pakistan tensions: আগে দেশ তারপর..." ফল ব্যবসায়ীরা তুর্কি আপেল বিক্রি করবে না জলপাইগুড়িতে! কেন এই সিদ্ধান্ত ফল ব্যবসায়ীদের জানেন? তুরস্কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জলপাইগুড়ির ফল ব্যবসায়ীরা।
advertisement
1/5

জলপাইগুড়ি:"আগে দেশ তারপর..." ফল ব্যবসায়ীরা তুর্কি আপেল বিক্রি করবে না জলপাইগুড়িতে! কেন এই সিদ্ধান্ত ফল ব্যবসায়ীদের জানেন? তুরস্কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জলপাইগুড়ির ফল ব্যবসায়ীরা।
advertisement
2/5
পাকিস্তানকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে তুরস্কের প্রতি তীব্র অসন্তোষ জানিয়ে জলপাইগুড়ির বাজারে তুর্কি আপেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ফল ব্যবসায়ী। তাদের সাফ কথা ,‘‘যে দেশ ভারতকে ভালবাসে না, তার পণ্য আমরা বিক্রি করব না। আগে দেশ, তারপর ব্যবসা।’’
advertisement
3/5
এক ব্যবসায়ীর কথায়, ‘‘তুর্কি আপেলের চাহিদা ভালই ছিল। প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হত। কিন্তু দেশের বিরুদ্ধে কথা বলবে, আবার তাদের ফল বিক্রি করব— এটা হতে পারে না।’’ Representative Image
advertisement
4/5
বিকল্প হিসেবে কাশ্মীরি আপেল, আরবের আপেল বিক্রি করছেন তারা। ক্রেতারাও এই সিদ্ধান্তে পাশে দাঁড়িয়েছেন বলেই দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট মহলের কথায়, এই সিদ্ধান্ত শুধুই আর্থিক নয়— এটা আবেগ ও দেশভক্তির বহিঃপ্রকাশ। ছোট ব্যবসায়ীরাও দেশের স্বার্থে নিজের ব্যবসা ক্ষতির ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না। Image: Representative
advertisement
5/5
তুরস্কের এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক স্তরেও বিতর্ক শুরু হয়েছে। যদিও এখনও সরকারি স্তরে কোনও আমদানি নিষেধাজ্ঞা নেই, তবে বাজারে ক্রেতা-বিক্রেতার এই প্রতিরোধ একটি স্পষ্ট বার্তা দিচ্ছে— ভারতের সঙ্গে সম্পর্কের মূল্য শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকও। Image: Representative