TRENDING:

IMD Weather Update: পাহাড়ে তুষারপাত-সমতলে বৃষ্টির সম্ভাবনা, নতুন বছরে কোথায় কোথায় ঠান্ডার কাঁপুনি? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: বর্ষবরণের রাতে হতে পারে স্নো ফল। তাপমাত্রার পরিবর্তন পাহাড়ে দেখা গেলেও, অন্যত্র দেখা যাবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
advertisement
1/5
পাহাড়ে তুষারপাত-সমতলে বৃষ্টির সম্ভাবনা, নতুন বছরে কোথায় কোথায় শীত-কাঁপুনি? আবহাওয়ার আপডেট
আলিপুরদুয়ার, অনন্যা দে: বর্ষবরণের রাতে পাহাড়ে হতে পারে স্নো ফল। তাপমাত্রার পরিবর্তন পাহাড়ে দেখা গেলেও, অন্যত্র দেখা যাবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। জেনে নেওয়া যাক আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
পাহাড়ে স্নো-ফল হয়েছিল গত সাত বছর আগে বর্ষবরণের রাতে। সে বার অবশ্য দার্জিলিংয়েও স্নো-ফল হয়। গোটা দার্জিলিং, ঘুম, সুখিয়াপোখরি ছেয়ে গিয়েছিল সাদা তুষারকণায়। মূলত, সেই সময় থেকেই শীতের মরশুমে পর্যটকদের পাহাড়ে আসাটা নেশায় পরিণত হয়। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অনুমান, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং পাহাড়ে স্নো-ফল দুই-ই ঘটবে।
advertisement
3/5
আগামী দিনে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও থাকছে।হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী চারদিন গোটা উত্তরবঙ্গেই কুয়াশার দাপট চলবে। কোথাও হালকা, আবার কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/5
বিশেষ করে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তুলনামূলকভাবে হালকা কুয়াশা দেখা যাবে। তবে আগামী চারদিন উত্তরবঙ্গে তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
advertisement
5/5
মালদহে দুপুরের তাপমাত্রা থাকছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারেও তাই।আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি সেলসিয়াস।রাতে তাপমাত্রা আরও নামছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় শিলিগুড়িতে তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি। গোটা সিকিমেই তাপমাত্রা দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। দার্জিলিংয়ে ভোরের তাপমাত্রা থাকছে ৩.৮ ডিগ্রি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: পাহাড়ে তুষারপাত-সমতলে বৃষ্টির সম্ভাবনা, নতুন বছরে কোথায় কোথায় ঠান্ডার কাঁপুনি? আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল