IMD Weather Update: কাঁপিয়ে আসছে...! ফালাফালা হবে আকাশ, আবহাওয়ার বিরাট মেগা খেলা শুরু, ক'দিন চলবে? রইল বড় আপডেট
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD Weather Update: কখনও মেঘ কখনও আবার ঘন কুয়াশা তার মাঝেই উঁকি দিচ্ছে রোদ, আবার দিন গড়ালেই ঝিরিঝিরি বৃষ্টি পাহাড়ের বুকে! কবে বিদায় নেবে শীত? কী বলছে আবহাওয়া দফতর, জানুন বিস্তারিত৷
advertisement
1/5

কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়, ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ তার মাঝে রোদের লুকোচুরি খেলা এসবের মাঝে দিনের শেষে ফের শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
2/5
রবিবার সকাল থেকে হালকা রোদের দেখা মিললেও দিন গড়ানোর সঙ্গে ফের ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে শৈল শহরে বৃষ্টি সব মিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ। দার্জিলিং, কালিম্পং-সহ ঠান্ডায় কাঁপছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারও।
advertisement
3/5
কনকনে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় হু হু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ। তবে চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে শীত।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরও বাড়বে। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী। একদিকে বৃষ্টি অন্য দিকে শীত সব মিলিয়ে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সব মিলিয়ে বাহারি মুডে নতুন করে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।