IMD Weather Update: বাংলার আবহাওয়ায় বড় 'কনফিউশন'! বৃষ্টি হবে কোন কোন জেলায়? গরমের দাপট কবে থেকে? রইল আপডেট
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD Weather Update: ঠান্ডার দিন আপাতত শেষ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর জানুন...
advertisement
1/5

রোদের ঝলকানির মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস শৈল শহরে। ইতিমধ্যেই উষ্ণতার ছোঁয়ায় ঢেকেছে পাহাড় থেকে সমতল তার মাঝে নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। উত্তরবঙ্গ থেকে কবে বিদায় নেবে শীত?
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকেই হালকা রোদের সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে কাপছে শৈল শহর । দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি চার জেলায় শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/5
বারে বারে বৃষ্টি আবার কখনো কুয়াশা! চলতি সপ্তাহে বৃষ্টির পরেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়ছে। আর কয়েকদিন তারপরেই নাজেহাল গরম।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। চলতি সপতাহেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। চলতি সপ্তাহে আবহাওয়ায় বিরাট পরিবর্তন ফের একবার নতুন মুডে খেল দেখাবে উত্তরের আবহাওয়া।