আর সময় নেই, প্রবল ঝড়বৃষ্টি আসছে উত্তরবঙ্গের তিন জেলায়, চলবে টানা কয়েক দিন! কবে কোথায় বৃষ্টি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Rain forecast in North Bengal: সোমবার রাতেই উত্তরবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তিন জেলায় দু-তিন ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
1/5

সোমবার রাতেই উত্তরবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দু-তিন ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
2/5
সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝারি বজ্রপাতও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/5
তবে পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। আগামী চার-পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে।
advertisement
4/5
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
5/5
বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ঝড়ের সম্ভাবনা কমবে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।