TRENDING:

Dual Cyclonic Circulation Over Assam: জোড়া ঘূর্ণাবর্তের ফাঁসে বাংলার পড়শি রাজ্য, বৃষ্টি হবে কখন, কোথায়, আর ঠান্ডার খোঁজ দিল হাওয়া অফিস

Last Updated:
Dual Cyclonic Circulation Over Assam: সকালে কুয়াশা থাকলেও এখনও জাঁকিয়ে শীত পড়েনি গৌড়বঙ্গে, তবে তাপমাত্রা কমছে
advertisement
1/12
জোড়া ঘূর্ণাবর্তের ফাঁসে বাংলার পড়শি রাজ্য, বৃষ্টি হবে কখন, কোথায়, ঠান্ডা কবে
IMD নিজেদের লেটেস্ট ওয়েদার আপডেটে জানিয়ে অসমের উপর দুটি সাইক্লোনিক সার্কুলেশম রয়েছে৷ একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব অসমের উপর৷ এটি ৩.১ কিমি থেকে ৪.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
2/12
আরও একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে পশ্চিম অসমের উপর দিয়ে, এটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে৷ এরই জেরে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/12
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে৷ এছাড়াও গৌড়বঙ্গের জেলা দক্ষিণ দিনাজপুর ও মালদহে শুকনো আবহাওয়াই থাকবে৷
advertisement
4/12
মালদহ: সকালে কুয়াশায় ঢাকা চারদিক। বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হচ্ছে। গৌড়বঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে শীতের প্রবেশ।
advertisement
5/12
কুয়াশা পড়লেও এখনও তেমন ভাবে শীত পড়েনি। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
6/12
গত কয়েকদিন ধরেই গৌড়বঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
advertisement
7/12
গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। বর্তমানে গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/12
সপ্তাহের শেষে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। আগামী সপ্তাহে আকাশ পরিষ্কার থাকবে। মাঝেমধ্যে আকাশ মেঘলা হবে তবে বৃষ্টির পূর্বাভাস নেই।
advertisement
9/12
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। ‌বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে।
advertisement
10/12
তবে দক্ষিণবঙ্গে আপাতত বহাল থাকছে হালকা বৃষ্টির দাপট। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উঠা-নামা করছে তাপমাত্রার পারদ।
advertisement
11/12
তবে, বৃষ্টির দাপট থাকছে উত্তরে। বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের বেশ কিছু জেলায়।‌ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ সব জেলাতেই বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রেহাই নেই উত্তরে।
advertisement
12/12
বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির ফলে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে। টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের কোথাও। তবে আপাতত পুরোপুরি বিদায় নিচ্ছে না বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে হলেও বৃষ্টির দাপট চলছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Dual Cyclonic Circulation Over Assam: জোড়া ঘূর্ণাবর্তের ফাঁসে বাংলার পড়শি রাজ্য, বৃষ্টি হবে কখন, কোথায়, আর ঠান্ডার খোঁজ দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল