TRENDING:

Darjeeling Rungneet Tea Garden: দার্জিলিং যাবেন, অথচ ভিড় ভাল লাগে না, আপনার ডেস্টিনেশন হবে এই টি গার্ডেন, রইল সুলুকসন্ধান

Last Updated:
Darjeeling Rungneet Tea Garden: রংনিত ভ্যালি পর্যটকদের পছন্দ! পর্যটনকে সঙ্গী করে সাবলম্বী হচ্ছে স্থানীয়রাও
advertisement
1/5
দার্জিলিং যাবেন, অথচ ভিড় ভাল লাগে না, আপনার ডেস্টিনেশন হবে এই টি গার্ডেন
দার্জিলিং: দার্জিলিং এর বুকে এই গ্রামে গেলেই চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনি। উত্তরবঙ্গ মানেই পাহাড় উত্তরবঙ্গ মানেই সবুজে ঘেরা চা বাগান আর মন মুগ্ধ করা জঙ্গল। উত্তরবঙ্গের এই সবুজে ঘেরা পাহাড় এবং প্রকৃতির মজা নিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। Photo- Collected
advertisement
2/5
দার্জিলিং এর বুকেই রয়েছে ছোট্ট গ্রাম লেবং এবং এই গ্রামের কাছে অবস্থিত রংনিত চা বাগান বর্তমানে আয়ের পথ দেখাচ্ছে গ্রামের স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে শহরের ভিড়ভার ছেড়ে উত্তরবঙ্গের বিভিন্ন নিরিবিলি অজানা গ্রামেই ভিড় বারছে পর্যটকদের। সকলেই চায় পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে নিজের মতন করে কিছুটা সময় কাটাতে সেই অর্থে এই বিভিন্ন অজানা গ্রাম এবং এই অফবিট ডেস্টিনেশন গুলি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। Photo- Collected
advertisement
3/5
সেই অর্থেই বর্তমানে দার্জিলিংয়ের রংনিত চা বাগান বর্তমানে পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গরাজ্য যতদূর চোখ যায় চারিদিকে পাহাড়ের ঢালে সারি সারির চা বাগান সঙ্গে দেখা মেলে মন মুগ্ধ করা মায়াবী কাঞ্চনজঙ্ঘার। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গৌতম তামাং বলেন সবুজে ঘেরা প্রকৃতি পাহাড়ের বিস্তীর্ণ ঢাল জুড়ে সবুজে ঘেরা চা বাগান সাথে ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং এর সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথ নিমিষেই মন মুগ্ধ করবে আপনার। Photo- Collected
advertisement
4/5
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে একদিকে যেমন ধরা দেবে পাহাড়ি গ্রাম লেবং তেমনি অন্যদিকে চোখের সামনে ভেসে উঠবে সিকিমের পাহাড়। চা বাগানে নেপালি পোশাকে ফটোশুট করতে ব্যস্ত পর্যটকেরা। পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় আয়ও ভালো হচ্ছে। Photo- Collected
advertisement
5/5
আপনিও যদি ছুটির দিনে বা অবসর সময়ে এমন কোন পাহাড়ে ঘেরা অফবিট ডেস্টিনেশনে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে দার্জিলিং পাহাড়ের বুকে এই রংনিত চা বাগান হতে পারে আপনার সেরা ঠিকানা। শীতের ছুটিতে এক রাত কাটিয়ে আসুন চারিদিকে পাহাড় চা বাগান জঙ্গল দিয়ে ঘেরা, অপরূপ সুন্দর এই গ্রাম থেকে। Photo- Collected Input- Sujoy Ghosh
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Rungneet Tea Garden: দার্জিলিং যাবেন, অথচ ভিড় ভাল লাগে না, আপনার ডেস্টিনেশন হবে এই টি গার্ডেন, রইল সুলুকসন্ধান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল