Cyclonic Storm in Bay Of Bengal: গভীর নিম্নচাপের দ্রুত শক্তিবৃদ্ধি, ২৪ ঘণ্টায় ফের সাগরে ঘূর্ণিঝড়ে, ঠান্ডার পরশের মধ্যে বৃষ্টি ভুগবে বাংলাও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Cyclonic Storm in Bay Of Bengal: নভেম্বরের শেষে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমেছে, কনকনে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত
advertisement
1/8

কোনওরকমেই পরিত্রাণ হল না, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় পরিণত হবে সাইক্লোনিক স্টর্মে৷ আইএমডি নিজের লেটেস্ট আপডেটে জানিয়ে দিল ২৭ নভেম্বর তৈরি হয়ে যাবে ফেনজাল৷ Photo Courtesy- x.com/shetty_athreya
advertisement
2/8
এই মুহূর্তে গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ঘণ্টায় ৮ কিমি গতিতে এগিয়ে চলেছে৷ এই মুহূ্র্তে এই নিম্নচাপটি তৃণাকুমালের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে৷ নাগাপত্তিনমের ৫২০ কিমি দক্ষিণ পূর্বে, পুদুচেরির ৬৪০ কিমি দক্ষিণ -দক্ষিণ পূর্বে, চেন্নাইয়ের ৭২০ কিমি দক্ষিণ -দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
advertisement
3/8
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এই ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তামিলনাড়ু উপকূল বরাবর৷ এবং আগামী ২ দিনে একটি শ্রীলঙ্কায় আছড়ে পড়বে৷ এই মুহূর্তে আইএমডির পূর্বাভাস অনুসারে এই ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি৷
advertisement
4/8
মালদহ: কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা চারদিক। মঙ্গলবার গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। বাড়ছে ঠান্ডার দাপট।
advertisement
5/8
এদিন সকালে ঘন কুয়াশা ছিল চারদিকে। বেলা বাড়তেই কুয়াশা কেটে গেলেও অব্যাহত ঠান্ডার দাপট। গত কয়েকদিন ধরেই জেলাগুলির তাপমাত্রা কমছে। আগামীতে আরও তাপমাত্রা কমবে।
advertisement
6/8
নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীত। মাঝেমধ্যে উত্তুরে হওয়া বইছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ফলে ঠাণ্ডা বৃদ্ধি পাচ্ছে জেলাগুলিতে।
advertisement
7/8
জেলাগুলির তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
নভেম্বরের শেষেই মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় জাঁকিয়ে শীত। ক্রমশ জেলাগুলির তাপমাত্রার পারদ কমতে আছে। মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকছে। তবে আগামীতে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।