Deep Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরে ফের বড় তোলপাড় ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী নিম্নচাপ, উত্তরবঙ্গেও প্রবল শীতের হানা,বৃষ্টির সঙ্গী কুয়াশা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Cyclonic Circulation Over West Bengal: কনকনে শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ পাহাড় থেকে শুরু করে সমতল জুড়ে..!
advertisement
1/9

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে চিহ্নিত নিম্নচাপ এলাকাটি সোমবার পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং এটি একটি গভীর নিম্নচাপ হয়েছে এবং ২৪ নভেম্বর ভারতীয় সময় সাড়ে আটটায় দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে এবং পূর্ব নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ভারত মহাসাগর 5.0°N অক্ষাংশের কাছাকাছি এবং দ্রাঘিমাংশ 85.3°E, ত্রিনকোমালির প্রায় ৬০০ কিমি দক্ষিণ-পূর্বে, নাগাপট্টিনামের ৮৮০ কিমি দক্ষিণ-পূর্বে, পুদুচেরির ৯৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাইয়ের ১০৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। Photo Courtesy- IMD/Twitter
advertisement
2/9
এদিকে সন্ধ্যার মধ্যে এই নিম্নচাপ আরও এগিয়েছে৷ এই মুহূর্তে সমুদ্রের উপর গত ৬ ঘণ্টায় ১৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে চলেছে৷ এই আপডেট অনুযায়ি চেন্নাই থেকে ৯৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
advertisement
3/9
আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে৷ এটি মূলত তামিলনাড়ু উপকূলভাগে অতি ভারী বৃষ্টির তুমুল অ্যালার্ট জারি করল৷ এদিকে এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের পাশাপাশি আরও একটি অ্যাকটিভ ওয়েদার চ্যানেল হল পশ্চিমবঙ্গ সংলগ্ন হিমালয় এলাকায় ঘূর্ণাবর্ত উপস্থিত রয়েছে৷
advertisement
4/9
এই হিমালয় সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশনের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এছাড়াও কুয়াশা তৈরি হবে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলায় দৃশ্যমানতা কমে ৫০০ মিটার হবে৷
advertisement
5/9
কনকনে শীতের মুখে ফের বৃষ্টির পূর্বাভাস শৈলশহরে। দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের পর হুড়মুড়িয়ে শীত। শৈল শহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতলজুড়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই।
advertisement
6/9
সোমবার দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতেই হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলাতেই ঠাণ্ডা ফুরফুরে হাওয়া ঘন কুয়াশা সকাল থেকেই শীতের আমেজ। ঠান্ডা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
7/9
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
8/9
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
9/9
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ।