IMD Cyclonic Circulation Alert: ২৫ রাজ্যে তোলপাড়, অরেঞ্জ অ্যালার্টের নিদান, জোড়া সাইক্লোনিক সার্কুলেশন, শীত আটকে বাংলাতেও কি বৃষ্টির চান্স
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Cyclonic Circulation: তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে গৌড়বঙ্গের জেলাগুলির, কুয়াশার দাপট অব্যাহত সঙ্গে ঠান্ডাদেশ জুড়ে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া। একদিকে উত্তরের পার্বত্য এলাকায় প্রবল তুষারপাত, অন্যদিকে সমতল ভূমিতে নিম্নচাপের প্রভাব দেখা যাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়। যার কারণে বহু রাজ্যে ভারী বৃষ্টি মেঘ ও প্রবল বাতাস বইবে বলেই আশঙ্কা জারি আইএমডির।
advertisement
1/8

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী দু'দিনের মধ্যে এই সিস্টেমটি আরও স্পষ্ট হতে চলেছে। এর পরে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/8
এর জেরে তামিলনাড়ু উপকূলে প্রবল বাতাস এবং আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। একটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স মধ্যম এবং উপরের ট্রপোস্ফিয়ার থেকে উত্তরে সরে যাচ্ছে।
advertisement
3/8
এদিকে আবারও ঘূর্ণিঝড় ধাক্কা বঙ্গোপসাগরের উপকূলে। প্রবল বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দেশে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতার মধ্যেই এবার আবহাওয়ার নতুন হুঁশিয়ারি রাজ্যে রাজ্যে রাজ্যে।
advertisement
4/8
মালদহ: সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও ঠান্ডা তুলনামূলক কম গৌড়বঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে অব্যাহত কুয়াশার দাপট। সকলের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হচ্ছে।
advertisement
5/8
কুয়াশা কেটে গেলেও মেঘলা আকাশ থাকছে। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও গৌড়বঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট রয়েছে। কনকনে ঠান্ডা রয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
6/8
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকায় কিছুটা হলেও ঠান্ডা কমতে পারে। তবে জেলাগুলিতে কুয়াশা থাকবে। আকাশ মেঘলা থাকতে পারে।
advertisement
7/8
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
এই সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। কুয়াশা থাকবে সঙ্গে আংশিক মেঘলা আকাশ সপ্তাহব্যাপী থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে নেই।