TRENDING:

Cold Is Back: একধাক্কায় ফের পারদ পতন, ধপধপ করে নামল তাপমাত্রা, কবে পর্যন্ত শীতের খেলা

Last Updated:
Cold Is Back: শিলাবৃষ্টির পরেই তিন থেকে চার ডিগ্রি পারদ নামল! বিরাট পরিবর্তন আবহাওয়ার
advertisement
1/6
Cold Is Back: ফের পারদ পতন, ধপধপ করে নামল তাপমাত্রা, কবে পর্যন্ত শীতের খেলা
দুটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ একটি পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য অসমে৷ অন্যটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত রয়েছে৷ এই দুটি অ্যাকটিভ ওয়েদার চ্যানেলে আগামী কয়েকদিনের আবহাওয়াকে প্রভাবিত করবে৷
advertisement
2/6
শিলাবৃষ্টির পরেই শৈল শহরে হুহু করে কমতে শুরু করেছে পারদ। চারিদিকে ঘন কুয়াশা এবং মেঘে ঢাকা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তুষারপাতও। কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ।
advertisement
3/6
বুধবার সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতের আমেজ মেঘে ঢাকা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ সঙ্গে উত্তুরে হাওয়া। নতুন বছরেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে।
advertisement
4/6
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে চলতি সপ্তাহেই আরো দুই থেকে তিন ডিগ্রী পারদ করবে। বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
5/6
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরও বাড়বে। পার্বত্য এলাকার পাশাপাশি রেহাই পাবে না সমতলও। ঘন কুয়াশায় ঢাকবে পাহাড় থেকে সমতল।
advertisement
6/6
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন শৈল শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে , ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জাকিয়ে শীত। শিলাবৃষ্টির পর আবহাওয়ার বিরাট বদল হু হু করে কমছে পারদ চলতি সপ্তাহে শীতের দাপটে কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Cold Is Back: একধাক্কায় ফের পারদ পতন, ধপধপ করে নামল তাপমাত্রা, কবে পর্যন্ত শীতের খেলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল