Comeback of Winter: উত্তরে ফের ঠান্ডার হাতছানি, কুয়াশা ঢাকা জেলার পর জেলায় ফের শীতের হানা, কোথায়, কবে, রইল ওয়েদার আপডেট
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Comeback of Winter: চলতি সপ্তাহে শীতের কাম ব্যাক, উত্তরে হাড় কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত
advertisement
1/5

কোথাও ঘন কুয়াশা কোথাও আবার ঝলমলে রোদ যেন বাহারি মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া। সময়ে সময়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন। চলতি সপ্তাহেই ফের শীতের কাম ব্যাক উত্তরবঙ্গে।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই ঘন কুয়াশা আর রোদের লুকোচুরি খেলা সঙ্গে ঠাণ্ডা ফুরফুরে হাওয়া।উত্তরের পাঁচ জেলাতেই শীতের আমেজ। কখনো কুয়াশা আবার কখনো রোদ এ যেন অন্য মুডে উত্তরের আবহাওয়া।
advertisement
3/5
উত্তুরে কনকনে ঠান্ডা হওয়ার পাশাপাশি ঝলমলে রোদ। চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে।তবে চলতি সপ্তাহেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। ঘন কুয়াশায় ঢাকবে পাহাড় থেকে সমতল। বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরো বাড়বে,হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত। চলতি সপ্তাহেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গবাসী।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই জাকিয়ে শীত উত্তরের জেলাগুলিতে। বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে পারে শৈলশহর দার্জিলিং। ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশের সঙ্গে চলবে উত্তুরে হাওয়ার দাপট।