Christmas Trending: একটা দিন পরেই বড়দিন! এবার কী কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা? জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
চলতি বছরে ক্রিসমাসের আমেজে মেতে উঠবে জেলার বহু মানুষেরা। তাইতো বাজারে ইতিমধ্যেই ক্রিসমাসের রকমারি জিনিসের দোকান শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়।
advertisement
1/6

২৫ ডিসেম্বর ক্রিসমাস উদযাপন করতে দেখা যায় বহু মানুষকে। তাই বাজারে ইতিমধ্যেই ক্রিসমাসের রকমারি জিনিসের দোকান শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়।
advertisement
2/6
দোকান গুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় জিনিসের সম্ভার। সান্তা ক্লজের জামা ও টুপি থেকে শুরু করে রয়েছে ক্রিসমাস ট্রি ও ঘর সাজানোর একাধিক উপকরণ।
advertisement
3/6
চলতি বছরে বাচ্চা থেকে বড়, বয়স নির্বিশেষ ক্রেতারা ক্রিসমাসের এই সকল জিনিস কিনতে ভিড় করছেন দোকান গুলিতে। কেনাকাটা করছেন বহু ঘর সাজানোর জিনিস।
advertisement
4/6
তবে এবার ক্রিসমাসের বাজারে বাচ্চাদের খেলনা পুতুল গুলি এবং ব্যাটারি দিয়ে চলা সান্তা ক্লজ বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। যা হরিণের পিঠে চড়ে রয়েছে।
advertisement
5/6
এছাড়া বড়রা বেশি পছন্দ করছেন সান্তা ক্লজের ছোট পুতুল এবং সান্তা ক্লজের চাবির রিং। যেগুলি খুব স্বল্প দামেই পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন দোকান গুলিতে।
advertisement
6/6
চলতি বছরে ক্রিসমাসের আমেজে মেতে উঠবে জেলার বহু মানুষেরা। তাইতো ইতিমধ্যেই ক্রিসমাসের কেনাকাটা সম্পন্ন করে নিয়েছেন জেলার বহু মানুষ।