Alipurduar News: উত্তরবঙ্গেও 'কলকাতার পার্ক স্ট্রিট'! বড়দিনে ঘুরতে গিয়ে থাকলে মিস করবেন না
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
কলকাতার পার্ক স্ট্রিটের মত স্টার ও আলো দিয়ে সেজে উঠেছে উত্তরবঙ্গের এই রাস্তা।
advertisement
1/5

কলকাতার পার্ক স্ট্রিটের মতই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের পার্ক রোডের রাস্তা। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে এই পার্ক রোডে আয়োজন করা হয়েছে স্যান্টা ফেস্টিভ্যালের। উৎসব চলবে দুদিন।
advertisement
2/5
আলিপুরদুয়ার শহরে এই প্রথম বড়দিনের আয়োজনে জমজমাট ভাব দেখা গেল। পুরো শহর সেজে উঠেছে স্টার ও আলোর মালা দিয়ে। বিকেল হলেই শুধু আলিপুরদুয়ার শহরের বাসিন্দারা নয়, জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরা আসছেন বেড়াতে।
advertisement
3/5
স্যান্টা ফেস্টিভ্যাল উপলক্ষে বসেছে কেক, পেস্ট্রির দোকান। বেড়াতে এসে যাতে পর্যটকদের পেটে খিদে নিয়ে না ফিরে যেতে হয় তাই দুটি দিনের জন্য প্রশাসনের তরফে রাস্তার ধারে দোকান বসানোর ছাড়পত্র দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।
advertisement
4/5
স্যান্টা ফেস্টিভ্যালে নিজেদের শামিল করেছেন আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। বড়দিনের উৎসবে শামিল হওয়া পর্যটকদের সঙ্গে তারা কথা বলেন। শহরের সাজসজ্জা ঘুরে দেখেন। শিশুদের উপহার দেন।
advertisement
5/5
বড়দিন উপলক্ষে স্যান্টা ফেস্টিভ্যালে কেক কাটা হয়। জেলাশাসক আর বিমলা কেক কেটে সকলকে খাওয়ান। শহরের যুবক, যুবতীদের নাচ ও গানের অনুষ্ঠান দেখা যায়।