Big Rare Fish: সাক্ষাৎ দানব মাছ! বাজারে উঠল ৭০ কেজির বিশাল 'এই' মাছ, দেখলে ভয়ে শিউরে উঠবেন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Big Rare Fish: বিহার থেকে শনিবার সকালেই ঢুকেছে বাঘা আড় মাছ। যার আকৃতি ও ওজন দেখতে ভিড় উপচে পড়েছে অজয় দাসের মাছের দোকানে...
advertisement
1/5

*বাজারে মাছ কিনতে আসা মানুষদের মধ্যে উৎসবের মেজাজ। বেজায় খুশি বিক্রেতারাও। কারণ বিহার থেকে শনিবার সকালেই ঢুকেছে বাঘা আড় মাছ। যার আকৃতি ও ওজন দেখতে ভিড় উপচে পড়েছে অজয় দাসের মাছের দোকানে। প্রতিবেদনঃ সুরজিৎ দে।
advertisement
2/5
*মাছটির ওজন প্রায় ৭০ কেজি। এতবড় মাছ দেখে তার স্বাদ কেমন হবে সেটা জানতে ৫০০ টাকা কেজি দরে ক্রেতারা কিনছেন সেই মাছ। এত বড় বাঘা মাছ বাজারে এই প্রথম এসেছে বলে জানান বিক্রেতা।
advertisement
3/5
*বিক্রেতা জানান, এটা গঙ্গার মাছ। বিহার থেকে এসেছে। জলপাইগুড়ির মানুষ এই মাছ সম্পর্কে সেভাবে অবগত নন। কিন্তু আজ এত বড় মাছ দেখে কিনছেন। অসমে এই মাছের চাহিদা অনেক।
advertisement
4/5
*মাছ কিনতে আসা এক ক্রেতা অমিত সরকার তিনি বলেন এত বড় মাছ দেখে অবাক হয়ে গেলাম কারণ এই প্রথম দেখলাম ৭০ কেজি ওজনের বিশাল একটা মাছ দামটা মোটামুটি সাধ্যের মধ্যেই রয়েছে।
advertisement
5/5
*মাছ বিক্রেতা অশোক শাঁ বলেন, এত বড় মাছ এই বাজারে আগেও এসেছে ২০১০ সাল নাগাদ। এরপর এই প্রথম ঢুকল জলপাইগুড়ির বাজারে।