TRENDING:

Badminton Tournament: ফালাকাটায় আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট! ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে টেক্কা ভুটানের খেলোয়াড়দের, জমজমাট ৪ দিনের ম্যাচ

Last Updated:
Alipurduar Badminton Tournament: ফালাকাটার টাউন ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রাজ্যস্তরের শীতকালীন আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে প্রতিবেশী দেশ ভুটানের একটি দল।
advertisement
1/5
ফালাকাটায় আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট! মুখোমুখি ভারত ও ভুটানের প্রতিযোগীরা
রাজ্যস্তরের শীতকালীন আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে প্রতিবেশী দেশ ভুটানের একটি দল। যা নিয়ে রীতিমত সাড়া পড়ে গিয়েছে ফালাকাটায়। ফালাকাটার টাউন ক্লাব ইনডোর স্টেডিয়ামে চলছে প্রতিযোগিতা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
চার দিন ধরে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে। অংশ নিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার, অসম, নাগাল্যান্ড এবং প্রতিবেশী দেশ ভুটানের খেলোয়াড়রা। আয়োজক সূত্রে জানা গিয়েছে, এই টুর্নামেন্টে কেবলমাত্র র‍্যাঙ্কিংধারী খেলোয়াড়রাই নয়, বয়স্ক ও কর্মরত খেলোয়াড়দের জন্যও পৃথক বিভাগ রাখা হয়েছে।
advertisement
3/5
পুরুষ ও মহিলা উভয় বিভাগের সিঙ্গলস ও ডাবলসে প্রতিযোগিতা হবে। বিভিন্ন রাজ্য ও ভুটানের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা গিয়েছে।
advertisement
4/5
আয়োজকদের দাবি, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসার পাশাপাশি খেলোয়াড়দের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। উদ্বোধনী পর্বেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
advertisement
5/5
চার দিন ধরে চলা এই প্রতিযোগিতায় উচ্চমানের খেলা দেখার আশা করছেন ক্রীড়াপ্রেমী মানুষেরা। তাদের কথায়, বর্তমান সময়ে খেলাধুলো হতে সেভাবে দেখা যায় না। অনেক খেলা এভাবেই হারিয়ে গিয়েছে। তবে ফালাকাটায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, যা অনন্য উদ্যোগ। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Badminton Tournament: ফালাকাটায় আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট! ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে টেক্কা ভুটানের খেলোয়াড়দের, জমজমাট ৪ দিনের ম্যাচ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল