CNG Bus NBSTC: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বড় সিদ্ধান্ত! শহরে আনা হল নতুন সিএনজি বাস
- Published by:Tias Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বেশিরভাগ যাত্রীবাহী বাসের। তাই নতুন তিনটি সিএনজি বাস আনা হয়েছে। এই বাস গুলি শুরু করা হলে ভাঁড়া কিছুটা কমানো সম্ভব হবে।
advertisement
1/5

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এখন মোট ৭৪৫টি বাস রয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে বিভিন্ন রুটে ৬২৫টি বাস চলাচল করে থাকে। বহু যাত্রীরা এই বাসে চলাচল করে থাকেন জেলায় ও অন্য জেলায়।
advertisement
2/5
ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানো হয়েছে বেশিরভাগ যাত্রীবাহী বাসের। তাই তো ভাড়া কমাতে এবার সিএনজি চালিত বাসের দিকে ঝুঁকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
advertisement
3/5
কিছু দিন আগেই ৩০টি সিএনজি বাস কিনেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এর মধ্যে দুটি বাস মাসখানেক ধরে কোচবিহার-শিলিগুড়ি রুটে চলছে। এখন নতুন করে আরও তিনটি বাস নিয়ে আসা হয়েছে।
advertisement
4/5
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, নতুন তিনটি সিএনজি বাস আনা হয়েছে। এই বাসগুলিকে কোচবিহার থেকে দিনহাটা এবং কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে চালানো হবে।
advertisement
5/5
এই বাসগুলি চালু করা হলে এই দিনহাটা ও আলিপুরদুয়ার রুটের বাস ভাড়া কিছুটা কমানো সম্ভব হবে। ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।