TRENDING:

CNG Bus NBSTC: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বড় সিদ্ধান্ত! শহরে আনা হল নতুন সিএনজি বাস

Last Updated:
ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বেশিরভাগ যাত্রীবাহী বাসের। তাই নতুন তিনটি সিএনজি বাস আনা হয়েছে। এই বাস গুলি শুরু করা হলে ভাঁড়া কিছুটা কমানো সম্ভব হবে।
advertisement
1/5
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বড় সিদ্ধান্ত! শহরে এল নতুন বাস, ভাড়া কত?
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এখন মোট ৭৪৫টি বাস রয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে বিভিন্ন রুটে ৬২৫টি বাস চলাচল করে থাকে। বহু যাত্রীরা এই বাসে চলাচল করে থাকেন জেলায় ও অন্য জেলায়।
advertisement
2/5
ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানো হয়েছে বেশিরভাগ যাত্রীবাহী বাসের। তাই তো ভাড়া কমাতে এবার সিএনজি চালিত বাসের দিকে ঝুঁকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
advertisement
3/5
কিছু দিন আগেই ৩০টি সিএনজি বাস কিনেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এর মধ্যে দুটি বাস মাসখানেক ধরে কোচবিহার-শিলিগুড়ি রুটে চলছে। এখন নতুন করে আরও তিনটি বাস নিয়ে আসা হয়েছে।
advertisement
4/5
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, নতুন তিনটি সিএনজি বাস আনা হয়েছে। এই বাসগুলিকে কোচবিহার থেকে দিনহাটা এবং কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে চালানো হবে।
advertisement
5/5
এই বাসগুলি চালু করা হলে এই দিনহাটা ও আলিপুরদুয়ার রুটের বাস ভাড়া কিছুটা কমানো সম্ভব হবে। ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
CNG Bus NBSTC: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বড় সিদ্ধান্ত! শহরে আনা হল নতুন সিএনজি বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল